পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | لالا ও কোতোরাল পদে সে নিযুক্ত হয়—তার ছেলে বাবু রায় ; সে বৰ্দ্ধমান পরগণা ও আর তিনটে পরগণার মালিক—তার ছেলে ঘনেশুাম রায়, তার ছেলে কৃষ্ণরাম রায় । e সুর। (স্বগত) আর তো পারা যায় না-আসল কাথায় আসা : -ষাক—(প্রকাশ্যে) আপনার সঙ্গে যে কথা হয়েছিল তা তো ঠিকৃ আছে ?— রহিম । তোমাকে যখন একবার কথা দিয়েছি তখন কি আর নড়াচড় হ'তে পারে ?—“মরদু কি বাৎ হাতিক দাত”—আমার ওতে কিছুই স্বার্থ নেই—তবে আওরংজীব হিন্দুদের উপর যে রকম অত্যাচার ক’চ্চে তা দেখে আমার বড়ই কষ্ট বোধ হয়েছে—তোমাদের উপকারের জন্তই আমি এই কার্য্যে ব্ৰতী হয়েছি। স্বর। বাস্তবিক খ) সাহেবের মত এমন নিস্বার্থ পরোপকারী লোক আমি কোথাও দেখি নি। বাঃ বাঃ! খ৷ সাহেব—আপনার তলোয়ারটি তো অতি চমৎকার দেখছি—অনেক অনেক তলোয়ার দেখিছি বটে কিন্তু এমন তলোয়ার অমি কখন "দেখি নি। বাঃ চমৎকার!— রহিম । (একটু মুছকি হাসিয়া ) কত মূল্য আন্দাজ কর দিকি + স্বর। আমার তো বোধ হয় দশ হাজার টাকার কম নয়। রহিম । (হাস্য করিয়া ) দশ টাকায় আমি কিনিচি। স্বর। বল কি খ সাহেব—এত স্বস্তা ?—এযে মাটির দর! রহিম । আমার বাড়িতে যে তলোয়ার আছে তার দাম দশ