পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bo স্বপ্নময়ী নাটক । ছারখার হয়ে যায় সে দিকে দৃষ্টি নাই—যে রকম অন্তমনষ্ক—এখন রাজকার্ঘ্যে মনোযোগ করান তো আমার কৰ্ম্ম নয়—যাই রাজকুমার জগৎরায়কে ডেকে দি। (মন্ত্রীর প্রস্থান । ) রাজা। কথা হচ্চিল—ধন ঐশ্বৰ্য্যে মনুষ্য সুখী না उरछाप्नद्र আলোচনায় মনুষ্য মুখী হয়— পঞ্চদশীকর্তা শ্ৰীমদ্ভারতী তীর্থ মুনি পরিতৃপ্ত ভূপতির মুখের সহিত আত্মজ্ঞ ব্যক্তির মুখের তুলনা করে এইরূপ বলেছেন, যুবা রূপী চ বিদ্যাবামীরোগে দৃঢ়চিত্তবান। সৈন্যোপেতং সৰ্ব্বপৃর্থীং বিত্তপূৰ্ণাং প্রপালয়ম্। সৰ্ব্বৈৰ্মানুষ্যকৈভোগৈঃ সম্পন্ন স্তৃপ্ত ভূমিপঃ যমানন্দমবপ্নোতি ব্রহ্মবিচ্চতমখুতে। ভূপতি যুবা রূপবান, বিদ্বান, নীরোগ, বুদ্ধিমান ও বহু সৈন্য বিশিষ্ট হয়ে, বিত্তপূর্ণ সসাগর। পৃথিবী শাসন পূর্বক যে আনন্দ উপভোগ করে তত্ত্বজ্ঞানী সতত— জগতরায়ের প্রবেশ । জগৎ । মহারাজ সৰ্ব্বনাশ হয়েছে। মহারাজ। তত্বজ্ঞানী সড়ত তা উপভোগ করেন।