পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । )సి জগৎ । তত্ববাগীশ মহাশয় আপনার দলবল নিয়ে এখনি প্রস্থান করুন—নচেৎ ( তত্ত্ববারিতে হস্ত প্রদান ) এখন শাস্ত্রালোচনার সময় নয়, এখন কাৰ্য্যের সময় উপস্থিত— (পণ্ডিতগণের দ্রুত প্রস্থান । ) মহারাজ। কি হয়েছে ? কি হয়েছে ? ব্যাপার টা কি ?— তত্ববাগীশ তুমি যাও কোথায় ?—আরে তর্কালঙ্কার তুমি কোথায়— সবাই গেলে ?—একটু শাস্ত্রালোচনা করা যাচ্ছিল— জগৎ । মহাবাজ বেয়াদবি মাপ করবেন এই কি শাস্ত্রালোচনার দময় ? এমন বিপদ উপস্থিত— রাজা । ( চমকিত হইয়া )—কি বল্লে ? বিপদ উপস্থিত ? কি বপদ ? জগৎ । অভিজ্ঞ বিদ্রোহ । রাজা । বিদ্রোহ ! (উঠিয়া ব্যস্তসমস্ত ভাবে ) কি সৰ্ব্বনাশ ! বদ্রোহ! আগে আমাকে কেউ বলেনি কেন ?—কেন বলে নি ? উচ্চৈঃস্বরে) মন্ত্রি –মন্ত্রি --রক্ষকগণ ! কে আচিস্ ওখানে—কি আশ্চৰ্য্য—মন্ত্রী সময়ে আমাকে কোন কথা বলে না—আমি কি জ্যের কেউ নই?—মন্ত্রি । রক্ষকগণ! রক্ষক। আজ্ঞা মহারাজ। জগৎ । মহারাজ আমি মন্ত্রীকে ডেকে আন্‌চি– (জগতের প্রস্থান । )