२० স্বপ্নময়ী নাটক । মন্ত্রীর প্রবেশ । রাজা । মন্ত্রি। মন্ত্রী। মহারাজ। রাজা। রাজ্যে একটা বিদ্রোহ উপস্থিত—আমি কোন সংবাদ পেলুম না ? এ কি রকম তোমার কার্যের রীতি ? মন্ত্রী। মহারাজ! সে কি কথা ? এই কিছু ক্ষণ পূৰ্ব্বে আমি মহারাজকে এসে সংবাদ দিলেম—মহারাজ শাস্ত্রে এত দূর মগ্ন ছিলেন ধে আমার কথা বোধ হয় একেবারেই অবধান হয় নি—তখন জ্ঞান ও কৰ্ম্ম নিয়ে কি আলোচনা হচ্চিল— রাজা। ই বটে বটে, তুমি এসেছিলে বটে, কিন্তু বিদ্রোহের কথা কি কিছু হয়েছিল? আচ্ছা আচ্ছা তোমার কোন দোষ নেই–আচ্ছ বেশ বেশ–ভাল, কি হয়েছে বল দেখি ?— ক্ষে সৰ্ব্বনাশ! (মন্ত্রীর হস্ত ধরিয়া) দেখ মন্ত্রি যদি কখন তোমাদের উপর কঠোর হই, তো কিছু মনে করে না। আমার নভির স্থির নাই। মহিষীর পরলোক প্রাপ্তির পর সংসারে অজানার স্থা নেই—এখন শাস্ত্রালোচনা করেই আমি বেঁচে আছি। আমার তো এই দশা, আমি মনে করেছিলুম জগৎ আমার মুখ উজ্জ্বল করবে, আমার বংশের নাম রাখবে—কিন্তু সে আশাতেও নিরাশ হয়েছি—তত্ববাগীশের কাছে নীতিশাস্ত্র শিক্ষা করার জন্য এত করে তাকে বল্লুম–কিন্তু সে তাতে কিছুমাত্র মনোযোগী হয় না—কেবল শীকার—কেবল কুস্তি—কেমন একরকম
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।