প্রথম অঙ্ক । २> গোয়ার হয়ে পড়েছে—তারপর আমার মেয়েটি—তাকে যে আমি কি ভাল বাসি তা তুমি জান না-সংসারে যদি কিছু আমার মমতা থাকে তো সে স্বপ্নময়ীর উপর-ইচ্ছে করে তাকে আমি অষ্টপ্রহর বুকে করে রেখে দি—তাকে দেখতে পেলে আমার শাস্ত্ৰ পৰ্য্যন্ত ভুলে যাই—কিন্তু তাকে আমি প্রায় দেখতে পাই নে—যদি বা দেখা হয়—দশবার একটা কথা জিজ্ঞাসা করলে তার একটা উত্তর দেয়—রাত দিন অন্তমনস্ক হয়ে থাকে, আপন আপনি কি হাত নাড়ে—শূন্যের সঙ্গে কি কথা কয়—কি ভাবে—কি দেখে কিছুই বুঝতে পারি নে—আবার এক এক সময়ে দেলকোষ বনে একলা চলে যায়—প্রায়ই সেই খানে থাকে-কি করে বলতে পারি নে—কেউ তাকে ধরে রাখতে পারে না—কেমন এক রকম বুনো হয়ে গেছে। বিবাহের বয়স হয়েছে— কতবার বিবাহের দিন স্থির হয়েছে—সমস্ত উদ্যোগ হয়েছে—বিবাহের দিন সে যে কোথায় পালায় কেউ তার সন্ধান পায় না–তুমি তো সব জান মন্ত্রি—এই সব নানা কারণে সংসারের উপর আমার অত্যন্ত ধিক্কার হয়েছে। মন্ত্রী। মহারাজ আমি সব জানি—আপনি আমার প্রতি যতই কঠোর হোন না কেন আমি তাতে কিছুই মনে করিনে—মহারাজের ও রাজ্যের মঙ্গলই আমার একমাত্ৰ কামনা । যুবরাজের সম্বন্ধে আপনি নিরাশ হবেন না। তার যুবা বয়স—এই সময়—শারীরিক ক্ষপ্তি ও উদ্যমের সময়—শীকার ও বায়াম চর্চায় উপকার বই অপকার নাই—রাজ্যের ভার স্বন্ধে পড়লেই আপনা হতেই ক্রমে 21、6ち9 ......। IN 3 i l i ..., T Cr u.LTur-É - Lぽ3... ARY
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।