२२ স্বপ্নময়ী নাটক। ক্রমে নীতিজ্ঞান জন্মাবে, নীতিশাস্ত্র অধ্যয়ন না করলেও বিশেষ ক্ষতি— o রাজা। শাস্ত্র অধ্যয়ন না করলেও ক্ষতি নাই—তুমি বলচ মঞ্জি ? মন্ত্রী। না মহারাজ তনয়—আপাতত ক্ষতি হ’লেও ক্রমে তা সংশোধন হ’তে পারে—ক্রমে শাস্ত্রে মতি হ’তে পারে—এখনও তো বেশি বয়স হয় নাই। কিন্তু মহারাজ রাজকুমারী স্বপ্নময়ীকে একটু শাসন করা চাই—এত বড় মেয়ে হ’ল, কোন আব্রু নেই-অন্তঃপুর হ'তে স্বচ্ছন্দে কোথায় চলে যায়—রাজবংশে এরূপ ঘটনা তো কখন শুনিনি। রাজা। থাকৃ থাকৃ মন্ত্রি ও সব কথা থাকৃ—ও সব কথা থাকৃ— বিদ্রোহের ব্যাপারটা কি বল দিকি ?—তুমি যখন রয়েছ তখন আমার আর কিছুই ভয় নেই, ও রকম কত বিদ্রোহ হয়ে গেছে, আবার তোমার কৌশলে সমস্ত নিবৃত্তি হয়েছে। মন্ত্রী। মহারাজ, এ ক্ষুদ্র প্রজা-বিদ্রোহ নহে।—চিতোয় ও বর্দার তালুকদার শুভসিংহ সম্রাট আরঙ্গজীবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। মহা। সমাটের বিরুদ্ধে ক্ষুদ্র একজন তালুকদার হান্তপ্রতাপ সম্রাট আরঙ্গজীবের বিরুদ্ধে ?—কি হাস্যকর ব্যাপার! ত৷ হ’লে নিশ্চিত্ত হয়ে এখন আমি শাস্ত্রালোচনা করতে পারি। মন্ত্রী। না মহারাজ বড় লিশ্চিন্ত হবার বিষয় নয়। শুভসিংহ শুনচি সমস্ত প্রজাদিগকে সম্রাটের বিরুদ্ধে উত্তেজিত ক’রে দিচ্চে— কিন্তু সে যে কোথায় আছে তার কোন সন্ধান পাচ্চিনে—সম্রাটের -
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।