পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ২৩ বিরুদ্ধে যুদ্ধ করতে হলে অনেক অর্থের আবশ্যক, সেই জন্য মহা রাজের কোষাগার লুঠ করে সেই অর্থে সমস্ত যুদ্ধের আয়োজন তারা করবে এইরূপ জনরব। মহা । কি মন্ত্রি ! আমার কোষাগার লুঠ হবে ? সহর কোতোয়ালকে এখনি ডাক-আমার সেনাপতিকে ডাক—সবাইকে সতর্ক ক'রে দাও—সৈন্ত সামস্ত সজ্জিত রাখে। দেখ যেন আয়োজনের কোন ক্রটি না হয়। . মন্ত্রী। মহারাজ এ সব আয়োজনে অনেক অর্থের আবশ্যক— কোষাগার প্রায় শূন্ত—মহারাজ ব্রাহ্মণ পণ্ডিতগণকে যেরূপ অকাতরে মুক্ত হস্তে দান করেন তাতে রাজা। মন্ত্রি, তুমি যে অবধি কোষাগারের অপ্রতুলত। জানিয়েছ সেই অবধি তো আমি আর কাউকে দান করি নি । মন্ত্রী। মহারাজ বোধ হয় বিস্তৃত হয়েছেন, তার পরেও মহেশ তর্কালঙ্কারকে দান করেছেন। রাজা। আঃ সে দশহাজার টাকা বৈতে নয়। আর র্তার পিতার শ্রাদ্ধ উপলক্ষে। পিতার শ্রাদ্ধ, বল কি !—ন দিলে ব্রাহ্মণের যে মান রক্ষণ হয় না । মন্ত্রী। তার পর মহারাজ গৌরীকান্ত ভট্টাচাৰ্য্যকে— রাজা। আঃ সে কিছুই না—সে তো পাচ হাজার টাকা, আর তার যে রকম দায় উপস্থিত হয়েছিল, তুমি শুনলে তুমিও কখন না দিয়ে থাকৃতে পারতে না।