এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম অঙ্ক । I & তৃতীয় গর্ভাঙ্ক। مسۓ مہ�oم এাম্যপথ । কতকগুলি ইতর লোক । ১। ভূমি কোথায় যাচ্চ ভাই । २ ॥ ঠাকুরের কাছে। ১। আমিও ভাই সেই খানে যাচ্চি। ৩৪। আমরাও সেই খানে যাচ্চি । ১। আহা ভাই সাক্ষাৎ ভগবান। কি চেহারা, দেখলে মোহিত হয়ে যেতে হয় । ২। আর দেখেচ ভাই, ফুটে চোক যেন আগুনের মত জলে। আর কপালের একটা চোখ থেকে যেন আগুনের শিষ বেরোয় । এ নিশ্চয় কন্ধী অবতার। অন্ত। সত্যি না কি ?—সত্যি না কি ? ২ । সত্যি না তো কি ! সে দিনকার একটা তামাসা তবে বলি শোনো। সকলে । ( আগ্রহ সহকারে তাকে ঘিরিয়া) কি ভাই হয়েছিল ? কি ভাই হয়েছিল ? 8