পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । २१ আর একজন। তা ওর পিসি কি আর মিথ্যা কথা কইবে ? তার দরকার কি ? ২। না ভাই আঁমি বড় কারও কথা বিশ্বাস করি নে—পিসি কি, আমার বাপের কথাতেও বিশ্বাস হয় না—তবে ভাই মিথ্যা কথা বলতে নেই, আমার পিলি আমাকে দূর থেকে দেখালে, দেখুলুম বটে মুখের চার দিকৃ থেকে ধো বেরোচ্চে—আর এক-এক বার আগুন দপ্‌ দপ্‌ করে জলে উঠছে। ১ । তা তো হবেই, পিসি কি আর মিথ্যা কথা কবার লোক, কথায় বলে ‘ੋੜ বোন পিসি, ভাত কাপড় দে পুষি”। ৩। হ্যারে, রেধো কেমন আছে ? ৪। রেধোর গোদ ভাল হয়ে গেছে, দিব্যি ভাল হয়ে গেছে, যে দিন ভাল হ'ল, তার মা তাকে কোলে করে ধেই ধেই ক’রে নেত্তো, আঃ সে দেখেকে, মাগির যে আনন্দ– বুলে ? ৫ । তা কেন রাখালের মার চোখে ছানি পড়ে ছিল, কিছু দেখতে পেতো না—এখন বেশ দেখতে পায়— ১। আহা! ঠাকুরের কি মাহাত্তি ! ২ । আমি দেখেই চিনেছিলেম, লোকে বলে মোহন্ত মোহন্ত, আমি বল্প ম—মোহন্তের বাবাও এসকল কাজ করতে পারে না— এ স্বয়ং ভগবান । ১। আমিও ভাই চিনিছিলুম—