এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२b' স্বপ্নময়ী নাটক । ২ । ই এখন তো সবাই চিনেছে—গোড়ার চিনেছিল কে ? ভোয় তো সবাই বলিছিলি মোহস্ত। ২। এসো ভাই আর দেরি না—একটু পা চালিয়ে নেওয়া যাক—ঠাকুরের ভোগের সময় হয়ে এল। ২। হ্যা ভাই চল—কিন্তু ঠাকুরকে একজায়গা তো পাওয়া বাল্প না—জাজ এখানে—কাল ওখানে—আবার খুঁজে নিতে হবে। (সকলের প্রস্থান।) to চতুর্থ গর্ভাস্ক। প্রান্তরবর্তী বৃক্ষাচ্ছাদিত দীর্ঘিকার ঘাটঘাটের চাতালে ব্যাঘ্র-চৰ্ম্ম—সম্মুখে ধূপ ধূনা, পুরোহিত বেশে সুরজ মল। একজন ইতর লোকের প্রবেশ। ১ জন। জায় ইদিকে জায়—ইদিকে আয়—এই খানে ঠাকুরের জাজ শাসন পড়েছে রে—বপ ক’রে জায়— বাপ করে আয়।