পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२ স্বপ্নময়ী নাটক । একজন স্ত্রী । ( ঘোমটার ভিতর হইতে সলজ্জ ভাবে এক পাশে মুখ ফিরাইয়া অতি মৃদ্ধ স্বরে ) বাবা-বাবাএকজন। বাছা একটু চেচিয়ে বল না। স্ত্রীলোক। আমার—আমার-( আর একজনকে ) আমার হয়ে ফুটো কথা বল না গা— - একজন। আরে মর মাগি—তোর মনের কথা আমি কি করে বলব ! স্ত্রী। ( ঘোমটার মধ্যে থেকে ) মধুর বাপ সামাকে দেখতে পারে না—আমাকে স্থার ছাই করে-কে তাকে গুণ করেছে বাবা (ক্ৰন্সন) । - শুভ। (স্বগত) আর পারা যায় না, এই ব্যাল ওঠা যাক—না আর একটু থাকি—যদি এখনও আসে, রোজই তো আসে, আজ কি জাসবে না ? ঐ যে মনে করবা মাত্রই—অাঃ ! আলুলায়িত কেশ স্বপ্নময়ী মালা হস্তে গম্ভীর ভাবে কোন দিকে দৃষ্টি না করিয়া ধীর পদক্ষেপে শুভসিংহের নিকট গমন ও প্রণাম। একজন। আ মরি মরি! একে ? কি রূপ! সকলে । আহা আহা যেন ভগবতী— আর একজন স্ত্রীলোক। আমর ছুড়ি এত বড় অস্পৰ্শ বাবার কোল ঘেসে যাচ্চে দেখোন—