পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ૭૧ ७ट्रे যে, হেথায় তুই আছিস্ লুকায়ে, আজে তুই ফুটিবে নে ? সেলিবি নে লৰি । (গোলাপের প্রতি । ) ( গান । ) পিলু-খেম্টা। বল গোলাপ মোরে বল, জুই ফুটিবি সখি কবে ? ফুল, ফুটেছে চারি পাশ চাদ, হাসিছে সুধা হাস, বায়ু, ফেলিছে মৃত্নশ্বাস, পাখি, গাহিছে মধু রবে, তুই ছুটিবি, সখি, কবে ? প্রাতে, পড়েছে শিশির-কণ, সাঝে, বহিছে দখিনা বায়, কাছে, ফুল বালা সারি সারি, দূরে, পাতার আড়ালে সাঝের তার মুখানি দেখিতে চায়। বায়ু, দূর হতে আদিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে,