পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు স্বপ্নময়ী নাটক । কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি, ভোরে স্বধাইছে মিলি সবে, তুই ফুটিবি সখি কবে ? (কণপনায় স্বপ্নময়ীর নেপথ্য হইতে গোলাপের প্রত্যুত্তর শ্রবণ।) গৌরী। আমি, স্বপনে রয়েছি ভোর, সখি, আমারে জাগায়োন । আমার সাধের পার্থী যারে, নয়নে নয়নে রাখি তারি, স্বপনে রয়েছি ভোর আমার, স্বপন ভাঙ্গায়োনা, কাল, ফুটিবে রবির হাসি ফাল, ছুটিবে তিমির রাশি কাল, আসিবে আমার পার্থী ধীরে, বসিবে আমার পাশ ধীরে, গাহিবে মুখের গান ধীরে, ডাকিবে আমার নাম,