পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्विजैौग्न अक्ष । §5 ভ্রমর মোর বসিলে পাশে জুরাল শাৰি দিয়া আগে ভূতলে কোরে পড়িতে চাহি জাকুল হয়ে সরমে। কোমল দেহে লাগিলে বায় পাপড়ি মোর খসিয়া যায় পাতার মাঝে ঢাকিয়৷ দেহ . রয়েছি তাই লুকায়ে। অর্ণধার বনে রূপের হাসি ঢালিব সদা সুরভি রাশি অর্ণধার এই বনের কোলে মরিব শেষে শুকায়ে । স্বপ্ন -এইবার মালাগুলি গাথি বসে বসে। ওই বুৰি শুকতারা উঠিছে ফুটিয়া ! তিনি কে ? দেবতা তিনি ? স্বর্গের দেবতা ? তাই বুঝি তার তরে ফুল তুলি আমি ? তাই কি প্রণাম করি ? তাই মালা গাথি । এই ত হয়েছে মালা, কাল দেব যবে, একবার মোরপানে চাহিবেন শুধু ! ঘদি তিনি নাম ধরে ডাকেন জামায় ! যদি তিনি কাছে ভার বসিতে বলেন । W