এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
विउँौङ्ग जड़ । 8N0 দ্বিতীয় গর্ভাঙ্ক । রাজপ্রাসাদ । রাজা কৃষ্ণরাম । রাজা। (স্বগত) আচ্ছা তত্ত্ববাণীশ মহাশয় এ কয় দিন কেন আস চেন না—জগৎ সে দিন তাকে যেরকম অপমান করেছিল, বোধ হয় তারই জন্যে তিনি ভারি ক্ষুণ্ণ হয়েছেন–জগতের স্বভাব ভারি খারাপ হয়ে গেছে—কার প্রতি কি রকম ব্যবহার করতে হয়—সে জ্ঞান যদি তার কিছু মাত্র থাকে—কেবল গোয়ার্ভূমি। তার জন্যে আমাকে বড় লজ্জিত হতে হয়েছে—এখন তিনি এলে কি করে তাকে আবার প্রসন্ন করব ভেবে পাচ্চিনে। কত দিন শাস্ত্রালোচনা হয় নি।—এই যে আসচেন—অামি যা মনে করেছিলেম ভাই, মুখ ভারি বিষণ্ণ দখছি। ( আনন্দরাম তত্ত্ববাগীশের প্রবেশ।) রাজা।—প্রণাম তত্ত্ববাগীশ মহাশয় ।– তত্ত্ব।—মহারাজের কল্যাণ হোকৃ। রাজা –তৰবাগীশ মহাশয় মার্জন করবেন-জগতের সে দিন