88 স্বপ্নময়ী নাটক । কার ব্যবহারে আমি বড়ই লজ্জিত হয়েছি, সে ছেলে মানুষ একটা কাজ করে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। তত্ব। (স্বগত) আমার তো ও কথা মনে হয় নি। (প্রকাশ্যে।) বলেন কি মহারাজ, थमैि कानौवन नाश्त्ररश्न পুত্র-নিধিরাম বিদ্যাভূষণের প্রপৌত্র—আমাকে কি না আহবান করে অপমান ?—আমি মহারাজের সভাপণ্ডিত—আমাকে অপমান করাও বী-মহারাজকে অপমান করাও তা—সে একই কথা। কৃষ্ণরাম । (স্বগত) তাইতে কথাটা তো সত্যি। তবে তো জগৎ আমাকেই অপমান করেছে—(প্রকাতে উচ্চৈঃস্বরে মহাকুদ্ধ হইয়া । ) কে আছিস্ ওখানে ?—রক্ষক—মক্সি—রক্ষক—কেও ?— এদিকে আয়—শীঘ্ৰ ত্যায়—জগৎ ভারি খারাপ হয়ে যাচ্চে-তার সমুচিত শাসন করতে হবে—এখনি তাকে ডেকে নিয়ে আয় – { রক্ষকের প্রবেশ । ) এখনি জগৎকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে জায় বলুচি। রক্ষক। যে আজ্ঞা মহারাজ। (রক্ষকের প্রস্থান।) রাজা। জগৎ ভারি অবাধ্য হয়েছে—তাকে বিলক্ষণ ভৎসনা করতে হবে—তধবাগীশ মহাশয়ের অপমান ! আমার অপমান!— ( জগৎরায়ের প্রবেশ । ) জগৎ —মহারাজ ডাকছিলেন ? রাজা। (জগতের মুখের পানে তাকাইয়া ব্যাকুল ভাবে ) তোমার মুখ অমন শুক্নো দেখছি কেম -ভূমি-ভূমি—
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।