8¥ স্বপ্নময়ী নাটক। যে রকম দায় উপস্থিত—এ দায় হতে উদ্ধার হতে পারলে মামি অপমান পৰ্য্যস্ত ভুলে যেতে পারি—এমন দায় আমার কখন উপস্থিত হয় নি। 6. " রাজা। কি দায় ?—বলুন বলুন-এখনি বলুন-কত টাকা চাই ?—এখনি আমি দিচ্চি—আপনাকে বিমর্ষ দেখলে আমার বড় কষ্ট হয়-জগতের কথা আর কিছু মনে করবেন না—বুলেন – এখনি আমি দিচ্চি —কত টাকা চাই ?— আনন্দ । মহারাজ আমার কন্যা দায় উপস্থিত । শাস্ত্রে আছে * পিত্রোকৃথিস্য নাস্ত্যস্তে ”—পিতার দুঃখের ਬਰ অস্ত নাই।– আমি মহারাঙ্গের সভাপণ্ডিত—দশ হাজার টাকার কমে আর কার্য্য নির্বাহ হয় না।-- রাজা। দশ হাজার টাকা মাত্র ? আচ্ছ এখনি আমি বলে দিচ্চি—কে আছিল, মন্ত্রীকে এখনি ডাক – (রক্ষকের প্রবেশ।) । রক্ষ । যে আজ্ঞা মহারাজ । ( রক্ষকের প্রস্থান । ) রাজা। বুলেন তত্ববাগীশ মহাশয়, জগতের অভিপ্রায় মন্ম ছিল না-আপনি আর কিছু মনে করবেন না।– আনন্দ। রাম! আমি তার কথায় কিছু মনে করি -সে ছেলে মাজ-অপগও বালক, একটা কাজ না বুঝে জনে করেছে তার কথা
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।