8ϊν: স্বপ্নময়ী নাটক । রাজা। না না ও সব আমি কিছু শুনতে চাই নে—সেখান থেকে পাণ্ড ভূমি নিয়ে এস-বলকি মৰি এতবড় রাজ্যের মন্ত্রী ভূমি দশ হাজার টাকা আর দিতে পার না ? - মন্ত্রী। মহারাজ— এখন যে রকম চারি দিকে বিপদ উপস্থিত— আমার যে কি ভাবনা হয়েছে তা ভগবান জানেন—বিশেষত রাজ্য কুমারী স্বপ্নময়ী রাজা। ওঃ! তুমি তাকে শাসন করুবায় কথা বলুচ ?—তার জন্য চিত্ত কি ?—এখনি আমি তাকে খুব ধমকে দিচ্চি – তার জন্য ভেবো না মন্ত্ৰি—তথবাগীশ মহাশয়কে ততক্ষণ টাকাটা দেওগে। আমি এখনি শাসন করে দিচ্চি—কে আচিস শীঘ্র স্বপ্নময়ীকে ডেকে নিয়ে আয় । ( রক্ষকের প্রবেশ । ) রাজা। স্বপ্নময়ীকে এখনি ডেকে নিয়ে আয়—তিলাৰ্দ্ধ বিলম্ব করিম, নে—(রক্ষকের প্রস্থান ) ঠিক কথা বলেছ মন্ত্রি—স্বপ্নময়ীকে শাসন করা ভারি আবশ্যক-আমাদের রাজপরিবারে এরূপ ঘটনা তো কণন শুনিনি—এ কি রকম তার ব্যবহার –এ কি রকম রীতি-বহির্ভূত ব্যবহার । কৈ ? কোথায় সে ? ( স্বপ্নময়ীর প্রবেশ । ) রাজা। স্বপ্নময়ি—ম!—তোমাকে দেখতে পাইনে কেন মা – ভূমি কোথায় যাও বল দেখি ?
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।