এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় অঙ্ক । &? মন্ত্রী। আসুন আসুন— তত্ত্ব। মন্ত্রী মহাশয়—আপনি রাজার অত্যন্ত হিতৈষী— রাজার অর্থ গেলে আমিও হৃদয়ে বড় ব্যথা পাই—কিন্তু যে রকম দায় উপস্থিত—গরিব ব্রাহ্মণ—আর কোথায় যাই বল— (মন্ত্রীর সঙ্গে তত্ত্ববাগীশের প্রস্থান।) রাজ। (স্বগত) দেখি মন্ত্রী টাকাটা দেয় কি না—যদি ন! দেয় তো আমার একটা অঙ্গুরীর বাধা দিয়ে নিদেন এই টাকাটা সংগ্রহ করতে হবে। (প্রকাশ্যে )—যাও মা তুমি যাও—দেখ দিকি ছেলে মানুষকে কাদিয়ে দিলে। ( রাজার প্রস্থান। ) জগৎ । (স্বগত) আহা কঁাচে—(প্রকাশ্যে ) আয়, স্বপ্ন— আমার সঙ্গে আয়, তোকে একটা মজার জিনিস দেখাব এখন— লক্ষীটি — স্বপ্ন। আমি দেখতে চাইনে দাদা— (স্বপ্নময়ীর প্রস্থান।) ( পরে জগৎরায়ের প্রস্থান । )