পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:8. স্বপ্নময়ী নাটক । জগৎ । বলন রহিম একটা কাজ বলনা—যাহোক একটা কিছু আমার উত্তেজনা চাই । রহিম । উত্তেজনা ? ' (ঈষৎ হাস্য । ) জগৎ । ও-কথা বল্লেই छूमि হাস কেন রহিম ? রহিম। না, ওতে যে কোন দোষ আছে আমি তা বলচি নে। আপনার যে বয়েস, এই সময়ে যদি আমোদ আহলাদ না করবেন— তবে আর কোন সময়ে করবেন ?—আমি হাস্ছিলুম હરે リび砂ー আপনি যে উত্তেজনার কথা বলচেন—সে আর রোজ রোজ নতুন কোথায় পাওয়া যাবে ?—শীকার—আর यूक-भोकीत्त्व ভো আপনার অরুচি ধরেছে—তার পর যুদ্ধ—যুদ্ধের তো এখন কোন সস্তাবনাই দেখছি নে—তবে—আর এক উপায় আছে—সে কিন্তু আপনার— জগৎ । কি বলনা—যাহোক এখন আমার একটা পেলে হয়— কি বলনা—সে কি রকম ?— রহিম। সে উত্তেজনার জন্তে বাহিরের উপর নির্ভর করতে হয় না—অস্তরে গেলে আপনা হইতেই आनरकत्व উদ্রেক হয় — জগৎ । সত্যি না কি ?—তবে তো বড় ভাল—আগে আমাকে এর সন্ধান দাওনি কেন ?—কি— বল রহিম—আমাকে সন্ধানটা বলে দাও। রহিম। সে এক রকম অমৃত বিশেষ—উদরে একটু খানি গেলেই মেজাজ একেবারে খোস হয়ে যায়-জুনিয়া বেহেস্তের