পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©b• স্বপ্নময়ী নাটক । স্বপ্নময়ীর বিবাহের জন্য আমার যে কি ভাবনা হয়েছে তা আর কি বলব—আমি শাস্ত্রালোচনাতেও এখন আবু মনোযোগ ਜਿੱਚ পারি না—মাঝে মাঝে সেই ভাবনা জেগে ওঠে—বয়স প্রায় ১৬ বৎসর হল । - তত্ত্ব। না মহারাজ, রাজকুমারীকে কিছুতেই আর অবিবাহিত রাখা যায় না-মহারাজের বড় ঘর বলে কোন কথা হচ্চে না—আমাদের ন্যায় সামান্য লোকের ঘর ইলে এত দিন পতিত হতে হতো, কেন না-শাস্ত্রে আছে—“ ত্রিংশৎবুর্ষে বহেৎ কন্যাং হৃদাং দ্বাদশবার্ষিকীং—ত্র্যষ্টবর্ষোষ্টবৰ্ষাস্ব ধৰ্ম্মে সীদতি সত্ত্বর । ” রাজা। কিন্তু শাস্ত্রেতে এ কথাও বলেন যে যোগ্য পাত্র না পেলে কন্যাকে বরং চিবকাল অনুঢ়া রাখবে তথাপি অযোগ্য পাত্রে - কন্যাদান করবে না। “ কামমামরণাৎ তিঠেং গৃহে কন্য মত্যপি নচৈ বৈনাং প্রয়চ্ছেন্তু গুণহীনায় কহিঁচিৎ।” আমি এই বচনটি স্বরণ ক'রে কতকটা আশ্বস্ত আছি—কিন্তু যাই হোক আর রাখা যায় না। তত্ত্ব। মহারাজ বিবাহ দিয়ে ফেলুন না কেন—অামার সন্ধানে একটা পাত্ৰ আছে। রাজা । ਾਂ আছে ?—যোগ্য পাত্র তো ?-- তত্ব। আজ্ঞা শাস্ত্রে বেশ ব্যুৎপত্তি আছে—ষড়দর্শন তার কণ্ঠস্থ— রাজা। সত্যি না কি ?—একথা তবে আগে বলনি কেন?—এখনি পাত্রটিকে নিয়ে এসো—এখনি—এখনি—এমন যোগ্যপাত্র , আর