পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ©Ꮌ কোথায় পাব-রাত দিন তার সঙ্গে ব্রহ্মবিচার করা যাবে—আমার কি সৌভাগ্য—বুঝেছ তত্ববাগীশ মহাশয়—তুমি এক দিন আধ দিন না এলেও চলে যেতে পারবে— তত্ত্ব । আজ্ঞা হা—কিন্তু— রাজা। আর কিছু বলতে হবে না—যথেষ্ট হয়েছে—ষড়দর্শন কণ্ঠস্থ ?—তবে আর কিছু চাই নে—আমি এক কথায় সব বুঝে নিয়েছি।—বিবাহের দিন স্থির করে ফেলে—কাল হলে হয় না ? তত্ব। আজ্ঞা মহারাজ-পাঁজি দেখে একটা দিন স্থির করা যাবে, একটু বিলম্ব হবে। রাজা। পাজি চাই ?—এই নেও না । (পঞ্জিকা অন্বেষণ । ) পাজিট কোথায় গেল ? অ্যা ?—এই যে এই খানে ছিল। অা: কি সৰ্ব্বনাশ! কোথায় গেল ? কে নিলে ? কে আছিস্ ?— - (উঠিয়া)—আমার খুথ টুথি কে যে কোথায় নিয়ে যায় তার ঠিকানা নেই—রক্ষক! রক্ষক আঃ– ( রক্ষকের প্রবেশ।) রক্ষ । আজ্ঞা মহারাজ । রাজা। আমার পাজিট কোথায় ? রক্ষ। মহারাজ, আমিতো জানিনে। রাজা। তবে কে নিলে ? তবে বোধ হয় মন্ত্রী নিয়েছে। মন্ত্রি, মন্ত্রি, ডাকৃ মন্ত্রীকে।