পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wyo স্বপ্নময়ী নাটক। (মন্ত্রীর প্রবেশ । ) মন্ত্রী। মহারাজ কুমার জগৎরায়কে কোথাও খুঁজে পেলুম না । রাজা। সে কথা হচ্চে না আমার পাজি কোথা ? তুমি আমার যে পাজিট এইমাত্র এইখান থেকে নিয়ে গেছ সেই পাজিট। এনে দাও । মন্ত্রী। মহারাজ আমি এখান থেকে পাজি নিয়ে যাই নি । রাজা। অ্যা তুমিও নাও নি ? তবে কি হল ?—তবে কি হল – এই যে, এই যে, পেয়েছি—এই খানেই ছিল আঃ—আমি সারা দেশ খুঁজে বেড়াচ্ছি, অথচ এই খানেই রয়েছে। তত্ত্ববাগীশ দিনটা “ দেখ ( তত্ত্ববাগীশের পঞ্জিক দর্শন ) দেখ মন্ত্রি স্বপ্নময়ীর বিবাহ দিতে হবে । মন্ত্রী। আজ্ঞা মহারাজ তা হলে বড় ভাল হয়—কন্যার যতই বয়স হোক না কেন, বিবাহ যত দিন না দেওয়া যায় তত দিন তার যেন বালিক-স্বভাব ঘোচে না, কিন্তু একটি ৮ বৎসর বয়স্ক কন্যার বিবাহ দিলেই তৎক্ষণাৎ তারও কেমন একটা গাম্ভীৰ্য্য এসে পড়ে। আমার বেশ বোধ হয় বিবাহ দিলেই রাজকুমারীর চঞ্চলত চলে যাবে। পাত্রটি কে মহারাজ ? রাজা। এই আমাদের তত্ত্ববাগীশ মহাশয় স্থির করেছেন—তার শাস্ত্রে খুব ব্যুৎপত্তি আছে—তার ষড়দর্শন কণ্ঠস্থ।