পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ون এ রকম হীন নীচ পরামর্শ আমাকে আর দিও না। সেই বিশ্বস্ত কুমারীকে ভালবাসা, দেখিয়ে ছলনা করে তার কাছ থেকে ভার পিত্রালয়ের গুপ্ত সন্ধান গুলি জেনে.নেবো ? তোমার এ কথা বলতে লজ্জা হল না ? প্রথমতঃ মালা দেবার সময় তার ভালবাসার লক্ষণ কিসে তুমি দেখতে পেলে? আর যদিও সে ভালবেল থাকে, তা হলে কি এই রকম ক'রে সেই বিশ্বস্তা সরলার কাছ । থেকে, ছলনা করে কথা বের করে নিতে হবে ? আমি যে তার কাছে দেবতার ভন কচ্চি এর জন্তেই যা আমার কষ্ট হয়। স্বরজ। আমি মনে করেছিলুম শুধু তারই মনে প্রেমের সঞ্চার হয়েছে, আপনারও মনে যে বিকার উপস্থিত হয়েছে তা আমি জান্‌তেম না। আমি মনে করেছিলুম তাকেই আপনি ফাদে ফেলেছেন, সে যে আপনাকে ফঁাদে ফেলেছে তা আমি জানতেম না। শুভ। দেখ স্বরজ তুমি ও রূপ অনধিকার চর্চা করে না— আমার হৃদয়ের সমস্ত নিভৃত কক্ষ তোমার কাছে অনাবৃত করি নি, হৃদয়ের যে অংশ তোমার কাছে উন্মুক্ত করেছি সেই অংশ সম্বন্ধে । তোমার বা বক্তব্য তাই ভূমি বলতে পার, আমার যে সঙ্করে ভূমি যোগ দিয়েছ সেই সঙ্কর বিষয়ে তুমি যা ইচ্ছা পরামর্শ দিতে পার কিন্তু কাকে আমি ভালবাসি, কাকে আমি ভালবাসি নে সে সুব বিষয়ে কথা কবার তোমার কোন অধিকার নেই। স্থরজ। যদি আমাদের সঙ্কল্পের সঙ্গে ও-কথার কোন যোগ ন। ধাকৃতে তা হলে ও বিষয়ে কোন কথা কবার আমার অধিকার