\M)8 স্বপ্নময়ী নাটক । ছিল না আমি স্বীকার করি, কিন্তু বাস্তবিক তা তো নয়, এই প্রেমে হয় আমাদের উদেশ্য সিদ্ধ হতে পারে, ন্যু সমস্ত বিফল হতে পারে। হয় আপনি তার দ্বারা কাজ উদ্ধার করতে পারেন, নয় সে আপনার কাজের প্রতিবন্ধক হতে পারে। আপনি বল্চেন এর সঙ্গে আপনার সঙ্কল্পের কোন যোগ নাই ? - শুভ। দেখ সুরজ, যার মূল আমার প্রাণের অতি গভীর দেশে নিবদ্ধ—যার শাখা প্রশাখা আমার শিরায় শিরায় বিস্তৃত— প্রাণের রক্ত দিয়ে আমি যাকে এত দিন পোষণ ও বর্দ্ধন ক’রে এসেছি--সে সঙ্কল্প হতে আমাকে কেউ কখন বিচ্ছিন্ন করতে পারবে না। তবে যদি কোন লতা সেই তরুকে বেষ্টন ও আলিঙ্গন করে তা হলে কি ক্ষতি ?—শোন সুরজ-আমি কি উপায় অবলম্বন করতে যাচি ত শোন—আমি সেই বিশ্বস্ত সরল বালাকে বুঝিয়ে বলা যে দেশই আমাদের আরাধ্যা জননী, তিনি পার্থিব পিতা হতে উচ্চ—মাতা হতে শ্রেষ্ঠ, স্বর্গ হতেও গরীয়সী। এ কথা বুঝিয়ে বলে আমার বিশ্বাস নিশ্চয়ই সেই পবিত্র মূৰ্ত্তি দেবী প্রতিম বালা আমাদের সঙ্গে কায়মনোবাক্যে যোগ দেবেন— তখন তাকে ੋਜ কথা বলতেও হবে ম—সেই মহান উদ্দেশ্য সিদ্ধির জন্য যখন যে উপায় অবলম্বন করতে হবে তখন তিনি আপন হতেই তাতে যোগ দেবেন। স্বরাজ। সে কিন্তু বড় সন্দেহের বিষয়-একে স্ত্রীলোক—তাতে পিতার বিরুদ্ধে-এ কখন হয় ?—দেশ, মাতৃভূমি, এই সকল অশ
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।