এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় তাঙ্ক । ৬৫. রীরী মহান ভাব কি কোন স্ত্রীলোক কথন মনে ধারণা করতে পারে ? বলেন কি মহাশয় ? : শুভ। স্বরজ তুমি তবে এখনো, লোক চিনতে পার নি। স্ত্রীলোক হলে কি হয়-তার মুখে যে একটা অসাধারণ উৎসাহের ভাব আমি দেখেছি তা সচরাচর স্ত্রীলোকের মধ্যে দেখা যায় না। স্বরজ তুমি নিশ্চিত্ত থাকে। এতে আমাদের কোন ব্যাঘাৎ ঘটবে না। বরং আমীদের বিশেষ সাহায্য হবে। স্বরজ। আচ্ছ মহাশয় তবে একবার চেষ্টা করে দেখুন কিন্তু অতি সাবধানে অগ্রসর হবেন । শুভ। সে বিষয়ে তুমি নিশ্চিত্ত থেকে। (উভয়ের প্রস্থান।) দ্বিতীয় তাঙ্ক সমাপ্ত ।