এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
স্বপ্ন। . ●S | স্বপ্ন । ●S | স্বপ্ন। শুভ । স্বপ্নময়ী নাটক । বিদেশী মোগল যত দলে দলে আসি দেখ চেয়ে দেখ তার করে অপমান, দেখ তোর মায়েরে করিছে পদাঘাত! অপমান! পদাঘাত ! সে কি কথা প্রভু ? অপমান নয়? দেবমন্দির সকল চূৰ্ণ চুৰ্ণ করিতেছে স্লেচ্ছ পদাঘাতে, বেদ মন্ত্র ধৰ্ম্ম কৰ্ম্ম করিতেছে লোপ— গো-হত্য নির্ভয়ে করে রাজপথ মাঝে— অপমান নয় ? অপমান বলে কারে ? থাম দেব-থাম দেব-বুক ফেটে যায়। গো-হত্যা ! ধৰ্ম্মলোপ ! অপমান নয় ? প্রতিকার কিসে হবে শীঘ্ৰ বল প্রভু। শোধ তুলিবার যদি বল নাহি থাকে পাষাণ নয়নে কিরে অশ্রুজল নাই ? ভয়াৰ্ত্ত হৃদয়ে কিরে রক্তবিন্দু নাই ? আর কিছু নাহি থাকে মরণ কি নাই ? যাহার প্রসাদে আজি লভিয়া জনম হয়েছিস বশিষ্ঠের অর্জুনের বোন তার অপমানে আজ মরিতে নারিবি ? মরিব মরিব দেব এখনি মরিব । সপিরি দেশের কাৰ্য্যে কুমারী জীবন