এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় অঙ্ক । १¢ { অমর জীবন পাবি তার বিনিময়ে। সকলে জীবন পায় মরিবার তরে তুই বঁচিবার তরে পাইবি মরুণ। সেই তোর জননীর সুবিমল যশ সে যশে যে করে বিন্দু কলঙ্ক অৰ্পণ . তাদের যে মিত্র বলি আলিঙ্গন করে যদি বা সে ভাই হয়, পুত্র, পিত হয় তবু সে মায়ের শত্র, শক্র সে দেশের। ভাই বল বন্ধু বল, পুত্র পিতা বল মাতৃভূমি চেয়ে কেহ নহে আপনার । স্বপ্ন। ধিক্ ধিক শত ধিক্ সেই নরাধমে ভাই হোক পিতা হোক, শক্র সে দেশের। নেপথ্যে। ধিক্ ধিক শত ধিক সেই নরাধমে ভাই হোক পিতা হোক শক্ৰ দে দেশের। স্বপ্ন। ভাই হোক পিতা হোকৃ শক্র সে আমার । শুভ। তবে শোন স্বপ্নময়ি শোন মোর কথা, জান কে সে শক্ৰ তব ? স্বপ্ন । না দেব জানি না । শুভ । সে শত্র তোমার পিতা স্বপ্ন । *. পিতা ?– পিতা মোর ?— শুভ । সে শত্ৰু তোমার পিতা, যবনে যে জন ,