পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१४ স্বপ্নময়ী নাটক । আপনার প্রভু বলে করেছে বরণ। মায়ের কোমল হস্তে শৃঙ্খল অর্ণটিতে, - যে জন মোগল সাথে করিয়াছে যোগ, মায়েরে যে বিদেশীরা করে অপমান, তাদের যে হাসি মুখে করে সমাদর সে জন তোমার পিতা, শত্রু সে তোমার। স্বপ্ন। পিতা শক্ৰ ? পিতা ?—প্ৰভু দেবষ্ঠা কি তুমি ? শুভ । পিতা য'রে ভক্তি করি সেই পিত। শল্ল ? হঁ স্বপ্ন নিশ্চয় ইহা দেবতার বাণী । নিতান্ত সঙ্কীর্ণ দৃষ্টি মর্ত্য মানবের দেবতা দেখিতে পান কে আত্ম কে পর, কে পিতা কে পিতা নয়, কে মিত্র কে অরি। স্বপ্ন। তুমি কি বলিছ দেব, পিতা শক্ৰ মোর ? 豊S | স্বপ্ন। একি সত্য শুনিতেছি, একি স্বপ্ন নয় ? দেশের অরাতি যদি শত্র হয় তোর, তবে তোর পিতা শক্ৰ কহিলাম তোরে। আজ এই মহাব্রত কররে গ্রহণ উৰ্দ্ধ কণ্ঠে উচ্চারণ কর এই কথা ; “অযুত ভারত-বাসী মোর ভাই বোন একমাত্র মাতৃভূমি মোর পিতা মাতা। অযুত ভারতবাসী মোর ভাই বোন