পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। b・N3 বল্লুম-বর্টে —আমি কি তোমার মালের খবর बनिन -इि জলে-ডোবা বস্তু আমাকে বিক্ৰী করতে এসেছ ? ১০ই তারিখে রাত্তির দুপুরের সমুয় বাজু ঘাটের পাচ রস তফাতে তোমার নৌকা ডুবি হয়—আর কেউ জানে না বটে কিন্তু আমি জানি—সে তো একেবারে অবাকৃ—সে বল্লে—আপনি অমনি নিয়ে যান—আমি এক পয়সাও চাই নে। আমি বল্লম—(হাসিয়া) তোমার নৌকাও ছবি হয়—তুমিও ডুবে ডুধে জল খাও—তোমাদের শিব টের না পেতে পারে কিন্তু রহিম : তোমাদের শিবের বাবা। তার কাছে কিছুই ছাপা থাকে না । জেহে। রহিম খী শিবের বাবা !—হি—হি—হি—হি—এমন কথাও কখন শুনিনি—হি—হি—হি—হি– রহিম তার হাসিও না— আমার পাজরা ব্যথা কচ্চে—শিবের বাবা! হি—হি—হি—তোমার কথা শুনলে এমন হাসি পায়। তোমার রহিম কি বুদ্ধি—সব অমনি পেয়ে গেলে ? রহিম । আমার কাছে চালাকি করতে এসেছিল—কিন্তু অমনি আমি নিলুম না—মনে কলুম গরিব বেচার, তাই প্রতি বস্তায় ই ই পয়স ধরে দিলুম। তার পর যখন এখান থেকে দিল্লিতে চাল রপ্তানি হল—দশ হাজারের মধ্যে কানপুরে গিয়েছিল কত ভুলে যাচ্চি— জেহেন। (স্বগত) আর তো পারি নে—আমদানিড়েই রক্ষণ নেই আবার রপ্তানি ! (প্রকাশ্যে) হি—হি-হি—হি—ঐ কথাট