Ꮡ8 স্বপ্নময়ী নাটক । ক্রমাগত মনে পড়ছে—হি—হি—হি—শিবের বাবা—না রহিম তোমার গল্প আর শোনা হবে না–তুমি বড় লোককে হাসিয়ে হাসিয়ে মার—না আর হাসব না (গুষ্ঠীর ভাব ধারণ করিয়া) রহিম তোমার কিন্তু এ ভারি অন্যায়— - রহিম। অন্যায়—সে কি ? জেহেন। তুমি যে এত পরের উপকার করে মর, ব্যামো হ'লে তোমাকে একবার কেউ দেখতেও আসে না—অথচ পরের জন্যেই ঘুরে ঘুরে তোমার মাথা ধরে—এই রকম উপকার না কুরলেই কি নয়? রহিম । কি জান জেহেন—কেমন একটা আমার স্বভাব হয়ে পড়েছে—পরের উপকার না করে আমি থাকৃতে পারি নে—এই দেখ না কেন, জগতের চরিত্র ভাল করবার জন্তে আমি কত চেষ্টা কচ্চি—সে কি একবার ভুলেও আমার কাছে আসে?—তার স্ত্রীকে গান শেখাবার জন্তে তোমাকে যে আমি অনায়াসে একজন পরের বাড়িতে পাঠিয়ে দিলুম—সে কেবল জগৎকে ভাল বাসি বলে – এমন কি, জগৎ যদি তোমাকে কখন দেখেও ফ্যালে তাতে আমার কোন আপত্তি নেই। না হলে—তুমি তো আমার ভাব জান— যে স্বীপপুঞ্জরে ছায়। মাড়ায় তাকে আমার ইচ্ছে হয় তখনি টুকরো টুকরো করে কেটে ফেলি। তার স্ত্রীকে মনোযোগ দিয়ে শেখাও তো জেহেন ? জেহেন। রহিম তোমাকে স্পষ্ট কথা বলি, আমার সেখানে যেতে ভাল লাগে না—আমার ইচ্ছে করে তোমার কাছে আমি
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।