তৃতীয় স্ত্র। bの অষ্ট প্রহর থাকি—তোমার সব মজার গল্প শুনি-তোমার গল্প শুনতে আমার এমন ভাল যুগে !— রহিম। কি করবে বল—দিন কত্ব কষ্ট সহ ক’রে থাকো— পরের উপকারের জন্য কি না করা যায় ?—আচ্ছা, জগৎ কি উকি যুঁকি মারে ? জেহেন । তা বলচি রহিম—সে হবে ন-পুরুষ মানুষ এলে আমি তখনি পালাব-মেয়ে মানুষের সঙ্গেই যা আমার কথা কইতে লজ্জা করে— . রহিম। মা তা আমি বলুচি নে—বলুচি যদি দূর থেকে উকি মারে, তা হলে কি করবে বল ?—নইলে জগৎ আমার স্ত্রীর সঙ্গে বোসে কথা কবে—এত বড় স্পৰ্দ্ধা—তা হলে তখনি আমি তাকে টুকরো টুকরো করে কেটে ফেল্ব না?—রহিম খা বড় সহজ লোক নয় !—জেহেন আমি চল্লেম | জেহেন। (সোহাগের স্বরে) আবার কখন আসবে ?-छूमि গেলে আমি কি করে থাকৃব ? রহিম। আমি এলেম বলে । ( প্রস্থান।) জেহেন। ভূমি গেলেই বাচি—আঃ আমদানি রপ্তানিতে জালাতন করেছে। আমিও এই ব্যাল সখির বাড়িতে যাই। (প্রস্থান।)
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।