পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপ্নময়ী নাটক । تنا তৃতীয় গর্ভাস্ক। রাজবাটী। উদ্যান । রাজা । (স্বগত) সঁই দিনটা বড় ভাল হয়েছে, সেই দিন আবার সম্রাট আরংজীবের জন্মদিন। দিনের ব্যাল দরবার হবে— রাত্রে শুভ বিবাহ। সে দিন কি আনন্দের দিন! জামাইট আমার ঠিকৃ মনের মত হয়েছে। ষড়দর্শন কণ্ঠস্থ, এর চেয়ে আর কি হতে পারে ? (নেপথ্যে গান।–“ দেশে দেশে ভ্ৰমি তব দুখ গান গাইয়ে ”) ও কে ও ?—স্বপ্নময়ী যে !—কি গান গাচ্চে ?— "দেশে দেশে ভ্ৰমি তব গুণ গান গাইয়ে ”—কার গুণ গান না জানি গাচ্চে । (স্বপ্নময়ীর প্রবেশ । ) স্বপ্ন। ওই যে পিতা, ও কে জিজ্ঞাসা করি উনি জননীকে ভাল বাসেন কি না। রাজা। মা! তুমি কার গুণ গাইচ মা ?