পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છા স্বপ্নময়ী নাটক। কোথা হতে মাতা মোর পেয়েছেন স্নেহ ? ८क डिनि आमाब मांड —जिन वृकडूमि । রাজা। (বিস্মিত ভাবে ) এ সব কোথা থেকে তুই শিখলি ?— অ্যা ?—আহ বড়চমৎকার केश গুলি !—তোর যে এত জ্ঞান হয়েছে তা আমি জানতেম না—সবাই তোকে পাগলি বলে উড়িয়ে দেয়— এতে ওড়াবার কথা নয়—আমি মন্ত্রীকে ডেকে আনি—তবাগীশ মহাশয়কে ডেকে আনি—তারা এই কথা গুণ একবার শুনুকৃ— শাস্ত্রেতেও এমন কথা শুনিনি—কে আচিস্ ওবুে!—মন্ত্রীকে ডাক্‌ তো—আহ আহা চমৎকার – এই যে মন্ত্রী এসেছে। (মন্ত্রীর প্রবেশ । ) মন্ত্রী। মহারাজ ! রাজা। মন্ত্রি! স্বপ্নময়ীর এমনতর জ্ঞান জন্মেছে আমি তা জানু তেম না—চমৎকার সব কথা বল্‌চে—এমন কথা আমি শাস্ত্রেও শুনিনি—শাস্ত্রে বলেছেন বটে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরী য়সী—কিন্তু সে এ রকম না—মন্ত্রি ভূমি একবার শোন—ম সেই কথাগুলি আবার একবার বল তো । স্বপ্ন। ই সেই জননী মম মোর জন্মভূমি, সেই মাতা স্নেহময়ী জননী মোদের দ্যাগে দ্যাথো আজি তার একি দুরদশ, বাম হস্তে ছিল র্যার কমলার বাস