স্বরবিতান ৪ ব্রহমসঙ্গীত-স্বরলিপি প্রথমখণ্ড অনেক দিয়েছ নাথ অল্প লইয়া থাকি আজি মম মন চাহে জীবনবন্ধরে আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার আনন্দলোকে মঙ্গলালোকে আমারে করো জীবন দান এ কী কর্ণা করুণাময় এ ভারতে রাখো নিত্য প্রভু ওহে জীবনবল্লভ কণী গাব আমি কী শনাব আজি কেমনে ফিরিয়া যাও, না দেখি গাও বীণা, বীণা গাও রে ঘাটে বসে আছি আনমনা চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না জানি হে যবে প্রভাত হবে ডাকো মোরে আজি এ নিশীথে তুমি আপনি জাগাও মোরে তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম তুমি বন্ধ, তুমি নাথ, নিশিদিন তোমায় যতনে রাখিব হে তোমার অসীমে প্রাণমন লয়ে তোমার কথা হেথা কেহ তো বলে না তোমার পতাকা যারে দাও তোমারি গেহে পালিছ সেনহে তোমারি রাগিণী জীবনকুঞ্জে তোমারি সেবক করো হে দখের কথা তোমায় বলিব না । দয়ারে দাও মোরে রাখিয়া নিবিড় ঘন অাঁধারে জন্বলিছে নতন প্রাণ দাও প্রাণসখা বাজাও তুমি, কবি, তোমার সংগীত ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন মধরেরপে বিরাজো হে বিশবরাজ মন্দিরে মম কে আসিলে হে মহানন্দে হেরো গো সবে মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে যাদের চাহিয়া তোমারে ভুলেছি সচীপত্র স্বরবিতান ৪ শান্ত হ’ রে মম চিত্ত নিরাকুল শান্তি করো বরিষন নীরব ধারে শুনেছে তোমার নাম অনাথ আতুর শত্র আসনে বিরাজো শন্য হাতে ফিরি হে নাথ শ্রান্ত কেন ওহে পাথ সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে সদা থাকো আনন্দে সফল করো হে প্রভু আজি সভা সন্ধাসাগরতীরে হে এসেছে নরনারী হে সখা, মম হৃদয়ে রহ স্বরবিতান ৫ নবীন ও অন্যান্য অনেক কথা যাও যে ব’লে আন গো তোরা কার কী আছে আমার পথে পথে পাথর ছড়ানো আমার লতার প্রথম মনুকুল আর রেখো না অাঁধারে এবার এল সময় রে তোর ওগো তোমরা সবাই ভালো ওরা অকারণে চণ9ল ওরে গহবাসী, খোল বার কখন দিলে পরায়ে কাঁদার সময় অলপ কার চোখের চাওয়ার হাওয়ায় ক্লান্ত যখন আমকলির কাল গানে গানে তব বন্ধন গানের ডালি ভরে দে গো গানের ভেলায় বেলা-অবেলায় চলে যায় মরি হায় চাহিয়া দেখো রসের স্রোতে জয় জয় পরমা নিম্প্রকৃতি জানি তোমার অজানা নাহি গো ঝরা পাতা গো, আমি তুমি কিছ দিয়ে যাও তুমি সন্দের যৌবনঘন
পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।