স্বরবিতান ৭ মোরা চলবে না সবাই যারে সব দিতেছে হবে জয়, হবে জয়, হবে জয় রে স্বরবিতান ৮ অনন্ত সাগর-মাঝে অসীম কালসাগরে অাঁধার রজনী পোহালো আমার যা আছে আমিই শুধ রইন বাকি এখনো অাঁধার রয়েছে এ পরবাসে রবে কে হায় এ মোহ-আবরণ খুলে দাও কণী করিলি মোহের ছলনে কেন বাণী তব নাহি শুনি চলেছে তরণী প্রসাদপবনে চাহি না সনখে থাকিতে জগতে তুমি রাজা । ডুবি অমতপাথারে তবে কি ফিরিব তুমি ছেড়ে ছিলে ভুলে ছিলে তোমারে জানি নে হে দীঘ জীবনপথ দখে দিয়েছ দিয়েছ ক্ষতি নাই বড়ো আশা করে এসেছি ভবকোলাহল ছাড়িয়ে মনে যে আশা লয়ে মহাসিংহাসনে বসি যাও রে অনন্তধামে শুভদিনে এসেছে দোঁহে সকাতরে ওই কাঁদিছে সংসারেতে চারিধার সখহীন নিশিদিন সনখে থাকো আর সুখী করো স্বরবিতান ৯ ॥ প্রায়শিচত্ত আজ তোমারে দেখতে এলেম আমরা বসব তোমার সনে আমাকে যে বাঁধবে ধরে সচীপত্র স্বরবিতান ১ আমারে পাড়ায় পাড়ায় আমি ফিরব না রে আরো আরো প্ৰভু ও যে মানে না মানা ওকে ধরিলে তো ধরা দেবে না ওর মানের এ বাঁধ টটবে না কি ওরে আগন আমার ভাই ওরে শিকল, তোমায় কোলে করে কে বলেছে তোমায় ব’ধ গ্রাম-ছাড়া ওই রাঙামাটির পথ নয়ন মেলে দেখি আমায় না বলে যেয়ো না চলে ব’ধয়া, অসময়ে কেন হে প্রকাশ বাঁচান বাঁচি মারেন মরি মলিন মুখে ফটকে হাসি মান অভিমান ভাসিয়ে দিয়ে রইল বলে রাখলে কারে সকল ভয়ের ভয় যে তারে সারা বরষ দেখি নে মা হাসিরে কি লকোবি লাজে স্বরবিতান ১o আমার নাই বা হল পারে যাওয়া আমার পরান লয়ে আমার মন মানে না আমারে করো তোমার বীণা আমি নিশি নিশি কত একি আকুলতা ভুবনে ওগো এত প্রেম আশা ওগো শোনো কে বাজায় কত কথা তারে ছিল বলিতে কণী রাগিণী বাজালে কেন ধরে রাখা কেন নয়ন আপনি ভেসে যায় জলে চিত্ত পিপাসিত রে তুমি কোন কাননের ফলে তুমি রবে নীরবে তুমি যেয়ো না এখনি তুমি সন্ধ্যার মেঘমালা
পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।