স্বরবিতান ১০ তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও তোমার গোপন কথাটি পাপবনে পাপ নাহি বাঁশরী বাজাতে চাহি বেলা গেল তোমার পথ চেয়ে মধরে মধরে ধৰনি বাজে মম যৌবননিকুঞ্জে গাহে পাখি যদি বারণ কর শধে যাওয়া আসা সন্দের হদিরঞ্জন তুমি সে আসে ধীরে সেই তো বসন্ত ফিরে এল হৃদয়ের একলে ওকল স্বরবিতান ১১ ৷ কেতকী আজ বারি ঝরে ঝর ঝর আজি ঝড়ের রাতে আজি নাহি নাহি নিদ্রা আজি শ্রাবণ-ঘন-গহন মোহে আবার এসেছে আষাঢ় আবার শ্রাবণ হয়ে এলে ফিরে আমার নিশীথ রাতের বাদলধারা আমারে যদি জাগালে আজি নাথ তুাষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল উতল-ধারা বাদল ঝরে এ ভরা বাদর এমন দিনে তারে বলা যায় এসো হে এসো সজল ঘন কে দিল আবার আঘাত কোথায় আলো, কোথায় ওরে আলো কোন খেপা শ্রাবণ ছটে এল বঝি এল, বুঝি এল, ওরে প্রাণ 剑 স্বরবিতান ১১ মেঘের পরে মেঘ জমেছে যেতে যেতে একলা পথে রিম ঝিম্ ঘন ঘন রে বরষে শাঙনগগনে ঘোর ঘনঘটা শ্রাবণের ধারার মতো হা রে রে রে রে রে হেরিয়া শ্যামল ঘন স্বরবিতান ১২ ৷ তাসের দেশ আমরা চিত্র অতি বিচিত্র আমরা নতেন যৌবনেরই দত আমার মন বলে, চাই আমি ফলে তুলিতে এলেম বনে উতল হাওয়া লাগল এলেম নতুন দেশে ওগো শান্ত পাষাণ মরতি কেন নয়ন আপনি ভেসে যায় খরবায় বয় বেগে গগনে গগনে ধায় হকি গোপন কথাটি রবে না ঘরেতে ভ্রমর এল চলো নিয়মমতে জয় জয় তাসবংশ-অবতংস তোলন নামন পিছন সামন বলো সখী, বলো তারি নাম বিজয়মালা এনো ভাঙো বাঁধ ভেঙে দাও যাবই আমি যাবই হে নবীনা ट्रेऊामि স্বরবিতান ১৩ আকাশে তোর তেমনি আছে ছটি আকুল কেশে আসে, চায় লান নয়নে অাঁধার এল বলে তাই তো ঘরে আমার না-বলা বাণীর ঘন যামিনীর স্বরবিতান
পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।