পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাগন-হাওয়ায় রঙে রঙে মাটির প্রদীপখানি যারা কথা দিয়ে তোমার কথা বলে যে আমি ওই ভেসে চলে সর ভুলে যেই ঘরে বেড়াই সে যে-ক্লাহির হল আমি জানি স্বরবিতান ৩৫ আজি মোর বারে কাহার মুখ হেরেছি আজি যে রজনী যায় আমি সবপনে রয়েছি ভোর এ কি সত্য সকলি সত্য এ কী হরষ হোঁর কাননে এত ফল কে ফোটালে ও গান গাস নে ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ ওলো সই, ওলো সই কতবার ভেবেছিন আপনা ভুলিয়া কিছুই তো হল না কে যেতোছস আয় রে হেথা কেন গো সে মোরে যেন কোথা ছিলি সজনি লো গহন ঘন বনে গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে চরাচর সকলি মিছে মায়া সচীপত্র স্বরবিতান ৩৫ তারে দেহো গো আনি তোরা বসে গাঁথিস মালা দেখো ওই কে এসেছে বসন্তপ্রভাতে এক মালতীর ফল ভালো যদি বাস সখী ভাসিয়ে দে তরী তবে জাগ’ জাগ রে জাগ’ সংগীত জাগে নাথ জোছনারাতে জাগো নিমলনেত্রে ডাকে বার বার ডাকে তিমিরদয়ার খোলো তিমিরবিভাবরণী কাটে কেমনে তিমিরময় নিবিড় নিশা তুমি আমাদের পিতা দাঁড়াও মন, অনন্ত ব্ৰহাণ্ড-মাঝে পাপ ফটে কোন কুঞ্জবনে প্রথম আদি তব শক্তি প্রভু আমার, প্রিয় আমার প্রাণের প্রাণ জাগিছে প্রাণে বিরহ মধর হল আজি মধ্যরাতে বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে ১৭