পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরবিতান ৪৩ মোর হৃদয়ের গোপন বিজন ঘরে যখন তুমি বাঁধছিলে তার শধে তোমার বাণী নয় গো শেষ নাহি যে, শেষ কথা কে বলবে সারা জীবন দিল আলো হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে স্বরবিতান ৪৪ গীতালি কাব্যের গান অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে আঘাত ক’রে নিলে জিনে আমার মন, যখন জাগলি না রে আমি যে আর সইতে পারি নে আলো যে আজ গান করে মোর প্রাণে গো আলো যে যায় রে দেখা এ আবরঞ্চ ক্ষয় হবে গো এ দিন আজি কোন ঘরে গো এই কথাটা ধরে রাখিস এক হাতে ওর কৃপাণ আছে এবার আমায় ডাকলে দরে ও নিঠর আরো কি বাণ ওরে কে রে এমন জাগায় তোকে তোমার কাছে এ বর মাগি তোমার দয়ার খোলার ধবনি না বাঁচাবে আমায় যদি না রে, না রে, হবে না তোর সবগীসাধন নাই বা ডাক রইব তোমার বারে পথ চেয়ে যে কেটে গেল ভেঙেছ দয়ার, এসেছ জ্যোতিময় যে থাকে থাক-না বারে যেতে যেতে চায় না যেতে লক্ষয়ী যখন আসবে তখন সহজ হবি, সহজ হবি, ওরে মন সাথে আমায় রাখবে কেন সখের মাঝে তোমায় দেখেছি সেই তো আমি চাই, চাই রে সচীপত্র স্বরবিতান ৪৫ আইল শান্তসন্ধ্যা আজি এনেছে তাঁহার আশীবাদ আজি শভেদিনে পিতার ভবনে আনন্দধারা বহিছে ভুবনে আমরা যে শিশু অতি আমারেও করো মাজ’না একি লাবণ্যে পণ প্রাণ এবার বঝেছি সখা, এ খেলা এমন আর কতদিন চলে যাবে রে ওহে দয়াময়, নিখিল-আশ্রয় কণী দিব তোমায় কে বসিলে আজি হদয়াসনে ঘোরা রজনী, এ মোহঘনঘটা চলিয়াছি গহ-পানে জাগিতে হবে রে তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে তুমি কি গো পিতা আমাদের তোমারেই প্রাণের আশা কহিব দাও হে হৃদয় ভরে দাও দিবানিশি করিয়া যতন দেখ চেয়ে দেখ তোরা জগতের উৎসব দেখা যদি দিলে ছেড়ো না আর ফিরো না ফিরো না আজি বিমল আনন্দে জাগো রে শন্য প্রাণ কাঁদে সদা, প্ৰাণেশ্বর • সকলেরে কাছে ডাকি সখা, তুমি আছ কোথা সংশয়তিমির-মাঝে না হেরি গতি হে হরি তোমায় ডাকি সংসারে একাকী হাতে লয়ে দীপ অগণন স্বরবিতান ৪৬ স্বদেশভক্তির গান প্রধানতঃ স্বদেশী-আন্দোলনের - সমকালীন বন্দে মাতরম আজি বাংলাদেশের হৃদয় হতে আপনি অবশ হলি, তবে ২১