স্বরবিতান ৪৮ ওলো রেখে দে, সখী কাছে আছে দেখিতে না পাও কাছে ছিলে দরে গেলে কে ডাকে আমি কভু ফিরে নাহি চাই কেন এলি রে চাঁদ, হাসো হাসো জীবনে আজ কি প্রথম এল বসন্ত তবে সনখে থাকো ' তারে কেমনে ধরিবে, সখী তারে দেখাতে পারি নে তুমি কে গো সখীরে কেন দিবস রজনী আমি যেন দখের মিলন টুটিবার নয় দরে দাঁড়ায়ে আছে দে লো সখী, দে পরাইয়ে গলে দেখো চেয়ে দেখো ওই দেখো সখা, ভুল করে না বঝে কারে তুমি ভাসালে নিমেষের তরে শরমে বাধিল পথহারা তুমি পথিক যেন গো প্রভাত ইহঁল নিশি প্রেমপাশে ধরা পড়েছে প্রেমের ফাঁদ পাতা ভুবনে বিদায় করেছ যারে নয়নজলে ভালোবেসে দখে সেও সখ ভালোবেসে যদি সুখ নাহি ভুল করেছিনা, ভুল ভেঙেছে মধর বসন্ত এসেছে মিছে ঘুরি এ জগতে মোরা জলে সাথলে কত ছলে যদি কেহ নাহি চায় যেয়ো না, যেয়ো না ফিরে সখা, আপন মন নিয়ে সখী, বহে গেল বেলা সখী, সাধ করে যাহা দেবে সখী, সে গেল কোথায় সখে আছি সুখে আছি সখা সে জন কে সখী সেই শান্তিভবন ভুবন সচীপত্র স্বরবিতান ৪৯ বালমীকিপ্রতিভা অহো! আসপধা এ কী আঃ কাজ কী গোলমালে আঃ বেচেছি এখন আছে তোমার বিদ্যেসাধ্যি আজকে তবে মিলে সবে আয় মা, আমার সাথে আর না, আর না এখানে আরে কী এত ভাবনা এ কী এ, এ কী এ সিথর চপলা এ কী এ ঘোর বন এ কেমন হল মন আমার এই বেলা সবে মিলে চলো হো এই যে হেরি গো দেবী আমারি এক ডোরে বাঁধা আছি মোরা সকলে এখন করব কী বল এত রঙ্গ শিখেছ কোথা এনেছি মোরা, এনেছি মোরা ওই মেঘ করে বঝি গগনে কালী কালী বলো রে আজ কণী দোষে বধিলে আমায় কী বলিন আমি ! এ কী সুললিত কে এল আজি এ ঘোর নিশীথে কেন গো আপন মনে কেন রাজা, ডাকিস কেন কোথা লুকাইলে কোথায় জড়াতে আছে ঠাই কোথায় সে উষাময়ী প্রতিমা গহনে গহনে যা রে তোরা চল চল ভাই, ত্বরা করে ছাড়ব না ভাই জীবনের কিছ হল না হায় তবে আয় সবে আয় থাম থাম, কী করিবি দেখো হো ঠাকুর নমি নমি ভারতী, তব কমলচরণে নিয়ে আয় কৃপাণ পথ ভুলেছিস সত্যি বটে প্রাণ নিয়ে তো সটকেছি রে ఫిలి:
পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।