স্বরবিতান ৫২ এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে ও অকলের কল, ও অগতির গতি ও তো আর ফিরবে না রে ওরে ওরে ওরে আমার মন মেতেছে কঠিন লোহা কঠিন ঘমে ছিল অচেতন জয় ভৈরব, জয় শঙ্কর তুমি ডাক দিয়েছ কোন সকালে তোর শিকল আমায় বিকল করবে না নমো যন্ত্র, নমো—যন্ত্র, নমো—যন্ত্র বাজে রে বাজে ডমর বাজে l ভুলে যাই থেকে থেকে প্রেম ও ঋতু-সংগীত আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি আমার যে দিন ভেসে গেছে চোখের জলে আমি তখন ছিলেম মগন আমি তোমার সঙ্গে বেধেছি আমার এক দিন চিনে নেবে তারে ওগো সাঁওতালি ছেলে কিছু বলব বলে এসেছিলেম চিনিলে না আমারে কি ধন্সর জীবনের গোধলিতে নমো নমো শচীচিতরঞ্জন প্রেম এসেছিল নিঃশব্দচরণে ফরোলো ফরোলো এবার বসন্ত সে যায় তো হেসে বারতা পেয়েছি মনে মনে মন মোর মেঘের সঙ্গী মুখখানি কর মলিন বিধরে শনি ওই রনঝেন নপের পায়ে শ্রাবণের গগনের গায় সচীপত্র ওই মহামানব আসে ওহে নবীন অতিথি তোমায় সাজাব যতনে দাইটি হাদয়ে একটি আসন দঃখের তিমিরে যদি জলে দটি প্রাণ এক ঠাই Հd:
পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।