রবীন্দ্রসংগীতের সমাদয় স্বরলিপি সংকলন করিতে স্বরবিতানের কল্পনা। অদ্যাবধি ছাপান্নটি খণ্ড প্রকাশিত হইয়াছে। পরবতী বিস্তারিত সচাঁর সাহায্যে এই ཧྥུ་ལ་ཥ ལྡན་ཁལ་ ཨ་ལ་ ཨ་ལ་ ཨ་ར་ ཨ་ར་ ༡༩༩༥ ཡ༧..”། ཨ༥ ཨ་ཙ། ཕ་ལ་ | যাহা পাবে সাময়িক পত্রে বা গ্রন্থান্তরে মাদ্রিত, যাহা একমাত্র পাণ্ডুলিপি-আকারে বৰ্তমান, যাহা প্রমাণিক সত্রে সংগহীত হইয়াছে বা হইতে পরিবে—এই সমুদয় স্বরলিপি খণ্ডে খণ্ডে যথোচিত পর্যায়ে প্রকাশিত হইতেছে। কেবল রবীন্দ্রসংগীতসংবলিত যে-সকল স্বরলিপিগ্রন্থ পবে নামান্তরে প্রচলিত ছিল সেগুলি প্রায়শঃই স্বরবিতানের কোনো-না-কোনো খণ্ডের আকারে পনরায় প্রচারিত হইয়াছে—পবপ্রচলিত নামও অক্ষণ আছে। পক্ষান্তরে অরুপরতন (স্বরবিতান ৪২) বা কালমৃগয়া (স্বরবিতান ২১) বা ফাগনী (স্বরবিতান a) বতমান গ্রন্থপ্যায়েই প্রথম প্রকাশ লাভ করিয়াছে; নামেই তাহাদের পরিচয় বঝো যায়। মাঘ ১৮৮০ শক
পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।