স্বরবিতান ১ অনেক দিনের শন্যতা মোর আজ শ্রাবণের আমন্ত্রণে অাঁধার রাতে একলা পাগল আধেক ঘমে নয়ন চুমে আপনি আমার কোনখানে আমার অন্ধপ্রদীপ শন্য-পানে আমার ভুবন তো আজ হল কাঙাল আমার মন বলে, চাই, চাই আহবান আসিল মহোৎসবে এ পথে আমি যে গেছি বারবার এসো এসো প্রাণের উৎসবে ও চাঁদ, চোখের জলের লাগল ওকে বধিবি কে রে ওগো বধ সন্দেরী কাছে থেকে দরে রচিল কাহার গলায় পরাবি গানের কণী পাই নি তারি হিসাব মিলাতে কেন পালথ এ চণ9লতা কোথায় ফিরিস পরম শেষের কোন গহন-অরণ্যে তারে কোন পরাতন প্রাণের টানে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে চেনা ফলের গন্ধস্রোতে জয়যাত্রায় যাও গো ডাকব না, ডাকব না ডাকিল মোরে জাগার সাথি তুমি কি এসেছ মোর বারে তোমার আমার এই বিরহের তোমার গীতি জাগালো সমতি দিন যদি হল অবসান দরদেশী সেই রাখাল ছেলে না বলে যায় পাছে সে নিশীথে কী কয়ে গেল মনে পরবাসী চলে এসো ঘরে ফলে বলে ধন্য আমি মাটির পরে বাজো রে বাঁশরি, বাজো বেদনায় ভরে গিয়েছে পেয়ালা মন রে ওরে মন মম মন-উপবনে চলে অভিসারে মিলনরাতি পোহালো স্বরবিতান ১ মোর স্বপন-তরীর কে তুই নেয়ে যাত্রাবেলায় রদ্র রবে যৌবনসরসীনীরে মিলন শতদল রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো লকালে বলেই খৃজে বাহির করা সে আমার গোপন কথা সেদিন দুজনে দলেছিন বনে স্বপনে দেহে ছিন কী মোহে হিংসায় উন্মত্ত পথনী হে নবীনা স্বরবিতান ২ আশ্রভেরা বেদনা দিকে দিকে জাগে আমায় ক্ষমো হে ক্ষমো আমায় থাকতে দে-না আপন মনে আমায় মন্তি যদি দাও বাঁধন খালে আমার রাত পোহালো শারদ-প্রাতে আলোর অমল কমলখানি এবার উজাড় করে লও হে এবার মিলন-হাওয়ায় হাওয়ায় এসো হে বৈশাখ, এসো এসো এসো শরতের অমলমহিমা ও আমার ধ্যানেরই ধন ওই কি এলে আকাশপারে ওই মরণের সাগরপারে ওরে বকুল, পারলে ওরে কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে কাছে যবে ছিল পাশে হল না যাওয়া কার বাঁশি নিশিভোরে বাজিল কেন আমায় পাগল করে যাস কে বলে “যাও যাও" কোথা যে উধাও হল কোন ভারকে ভয় দেখাবি গগনে গগনে আপনার মনে চরণরেখা তব যে পথে দিলে লেখি জয় করে তব ভয় কেন তোর জানি তুমি ফিরে আসিবে আবার জলে নি আলো অন্ধকারে
পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।