পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্র জানিলেন—এই ফিরিঙ্গিপুঙ্গব বিষাদপুর সরকারের আসাম-টি-ষ্ট্রেটেয় দুর্দান্ত ম্যানেজfর । অষ্টাদশ পরিচ্ছেদ অনাদি বাড়ী আসিয়া, ট্রেণের বিপদের ঘটনা বেশ মজাইয়া জমাইয়া যখন তখন রাজকুমারীর নিকট গল্প করে । সেই এক কথা কতবার শুনিয়াও রাজকুমারীর বিরক্ত ধরে না ; তিনি শুনিয়া হাসেন, কৌতুক অনুভব করেন ; অনাদির গল্পের ভাষায় প্রতিবারই তিনি একটু নুতন রং দেখিতে পান। আজও সেই কথাষ্ট হইতেছিল । রাজকুমারী কহিলেন—“তুমি যে অনাদি-দ। রাঙা মুখ দেখে ভয় পাও নি,—তার অব্যর্থ মুষ্টিকেও ব্যর্থ করেছ--এতে আমার এত আসিলাদ হচ্ছে-—কি বলব " অনাদির বয়স অষ্টাদশ, কিন্তু ধরণ-ধারণে, ভাবে, সে আরও ছোট । রাজকুমারীর প্রশংসায় সে অাহুলাদিত হইয়া কহিল—“দেখ রাজকুমারী ভাষ্ট— তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি কি না ?” “ত ঘদি না করতে ত তোমার সঙ্গে জন্মের আড়ি হতো। কোন সাহসের কাজে আমার ভাইদের আমি মরতে দেখলেও খুনী হব-কিন্তু—” “তোমার ভাগ্যে সে সুখটা ঘটতে ঘটতে রয়ে গেছে দিদি ; যদি ডাক্তার-দা না থাকতেন ত নিশ্চয়ই সে সাপটা আমাকে মেরে ফেলত। দেখ ভাই রাজকুমারী, ডাক্তারকে যতই আমি দেখছি, চিনছি, ততই তার প্রতি আমার ভালবাসা বাড়ছে । একটা কথা বলব ভাই ?” "বল না অনাদি-দ্য ।” “তুমি কিন্তু হাসবে। বল হাসবে না ?” “বেশ হাসব না, –বল তুমি ।” “আমার মনে হয় কি জান ? আমি যদি স্ত্রীলোক হতুম ত ডাক্তারকে নিশ্চয়ই বিয়ে করতুম।” জ্যোতিৰ্ম্ময়ী শপথ-সত্ত্বেও হাসিয়া কুটকুটি হইল । অনাদি সলজে কহিল—“আমি জানি তুমি ভাসবে । আচ্ছ। তবে ও কথা যাক, সেই সাপটার কথা শেন । সত্যি সত্যি এত দিন পরে ইভের direct বংশধরের আমি দেখা পেয়েছি। সেই ঘুষি চালালুম অমনি beg your pardon, stą orą cwè ঘুমিয়ে পড়েছি, অমনি ছোবল । এ রকম লোক সংসারে আছে, না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না।” ७%-२० ጏ6:©

  • সঙ্গেব কিন্তু তোমাদেবষ্ট অপরাধী ক’রে নালিস করেছে শুনছি -

“গতিা না কি ? রাজা মামা নালিস-ফরীদ ভালবাসেন না – নইলে আমাদেবই ত নালিস করার কথা । সে সাপের বাচ্ছা নালিস করে কোন সাহসে ? “সাপের বাচ্চা এই সাহসেই " “ত। বেশ ! মব বীর আগেষ্ট পিপড়াব পালক গজায়। যখন ষ্টেটোয় কাটা মাথায় কাটা দিয়ে র্তাকে শ্ৰীঘর গৰ্বে চালান দেবে, তখন আমরা ঘরে এসে পিকৃনিক করব,– কি বল ভাই রাজকুমারি ।” রাজকুমারী হাসিয়া এই বাক্যের অমুমেদিনপুৰ্ব্বক আগে হষ্টতেই সে মকদ্দমার ডিক্রি ডিশমিশ জারি করিম সেদিনকার মত এ গল্পের উপসংহার করিলেন । সেই ফৌজদারী মকদ্দমা দুই চারিদিনের মধ্যেই শেষ গুষ্টল ; কিন্তু ফল দাড়াইল, ঠিক বিপরীত । বিচারে অনাদি পক্ষেরষ্ট হার হইল। বিচারক সবডিভিজনের মুন্সেফ স্নজন রায়েরষ্ট সম্পকীয় লোক - র্তাহাব বায়েব প্রধান যুক্তি ষ্ট’রীজ মিথ্যা বলে না । এই যুক্তি সমর্থক পমাণও তিনি যথেষ্ট দেখাষ্টলেন । প্রথমত; সাহেব অনাদিকে বিছানা হইতে উঠিন্তে বলীয় - অনাদি , ঘ ৰ্তাঙ্গকে দৃষি মারিয়াছিল, তাঙ্গার স্ফীত কপাল এখনও তাহার সাক্ষ্য দিতেছে । দ্বিতীয়তঃ, যে কুকুড়িখানা তিনি শরৎকুমারের হাত হষ্টতে টানিয়া গাড়ীব পাতিবে ফেলিয়া দিয়া আত্মরক্ষা করিয়াছিলেন, সে কুকুড়িথান ও যথাস্থানে পাওয়া গিয়াছে । এ কথাও যে সাহেবের ব'নীনো কথা নহে--ইহা দ্বারা তাঙ্গষ্ট প্রমাণ হইতেছে। অতএব ইহারা দুষ্ট জনেই যে অপরাধী, সে বিযয়ে সন্দেহ নাট । এই রূপ যুক্তির বলে মুন্সেফ মহাশয় সামান্ত zrț#fffffstą ( assaulting charge) ao Ritos অনাদির সশ্রম এক মাসের কারাবাস ব্যবস্থা করিলেন ; আর শরৎকুমায়কে খুন অভিপ্রায় জনিত (culpable homicide ) sysz Cotto (oft করিয়া সশ্রম পাঁচ বৎসর কারাদণ্ডে দণ্ডিত করিলেন । জামিনে অবগু তাহারা উভয়েই আপাততঃ মুক্তি লাভ করিলেন। ম্যাজিষ্ট্রেট সাহেবের নিকট পুনবিচারের জন্য র্তাহীদের দরখাস্ত পড়িল । মুসেফের বিচারে রাজা আশ্চর্য্য হইলেন না,—- কিন্তু বালিক। জ্যোতিৰ্ম্ময়ীর ক্ষোভ বিস্ময় এবং ক্রোধের সীমা রহিল না। বিচারক গিনি, তিনি ত নিরপেক্ষরুপে সত্য বিচার করিবেনষ্ট-ইহাষ্ট তাচার