পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপ্ন না কি ?

  • >

পুজার ছুটতে শিমুলতলায় বেড়াইতে আসিয়াছি । ভগিনীপতি জীবনচন্দ্র সরকার এখানকার টেলিগ্রাফ অফিসের হেড বাবু। আজ র্তাহার ডিউটী রাতের বেলা, দিনের বেলা কোন কাজ-কৰ্ম্ম নাই। তাহার আশা ছিল, দিনটা আরামে ঘরে বসিয়া মাসিক কাগজগুলার পাতা উল্টাইবেন । কিন্তু আমাদের পাল্লায় পড়িয় তাহীকে সে মুখে বঞ্চিত হইতে হইল। আমরাও কিছুদিন হইতে এই দিনটির মুখের দিকেই তাকাইয়া আছি। নিকটের পাহাড় হলদি-বোরায় গিয়া সে দিন বন-ভোজন করিব, ইহাই ছিল আমাদের সঙ্কল্প । অতএব তিনি রেহাই পাইলেন না। প্রত্যুবে আমরা রুট, মিষ্টান্ন প্রভূতি বেশ এক পত্তন ভোজন করিয়া লইলাম । তাহার পর দিদি বাশ-বাধা একটা ইজিচেয়ারের ভুলিতে বাহক-স্কন্ধে উঠিলেন, আমরা তাহার প্রহরী-স্বরূপ পদব্রজে চলিলাম। পাহাড়টি যদিও বেশী উচু নর, কিন্তু চড়াই-পথে উঠিতে নিতান্ত কম পরিশ্রম হয় ন। ভুলীওয়ালার স্তানে স্থানে বসিয়া, কোমরে বাধা থলি হইতে তামাকের পাতা বাহির করিয়া হস্ততালুকায় চুণের সহিত মলিয়া খৈনী প্রস্তুত পূৰ্ব্বক তাহা সেবনে প্রবৃত্ত হইল। আমরাও ইহাতে বিশ্রামের অবসর পাইয়া অসন্তুষ্ট হইলাম না। এইরূপ টিলা চলে চলিতে চলিতে আমরা যখন হলদিঝোরার নিকট সমতল ভূমিতে পৌছিলাম, তখন বেল প্রায় ৯টা । এখানে আসিয়াই দিদি রন্ধনে মনোনিবেশ করিলেন। ভগিনীপতি নিকটে বসিয়া তল্পী-তল্লা খুলির তাহাকে যোগাড় দিতে লাগিলেন । আমি পাশে বেকারভাবে দাড়াইয়া তাবিলাম, ভাগ্যিস মেয়েজাতটা এখনও নিছক মেয়েমাহুষই আছে তাই তবু এখনও একটু-আধটু সেবা-শুশ্রুষা পাওয়া যাচ্ছে, কিন্তু আজিকাল মেয়েদের যে রকম পুরুষ গ’ড়ে তোলার প্রস্তাব হচ্ছে, তাহীতে ভবিষ্যৎট একেবারেই তিমিরাচ্ছন্ন, পুরুষবংশটা তা হ’লে একেবারেই নিৰ্ব্বংশ হবার বিশেষ আশঙ্কা আছে । কিন্তু তা হ’লেই বা এমন কি ক্ষতি ! এই ত জামাই বাবু দিদির পাশে ব’সে রান্নার ধোয়াটা চুরুটের ধোয়ার চেয়েও আরামে উপভোগ কচ্ছেন। তখন না হয় নিজের মুখের চুরুটটা ফেলে দিয়ে উকুনেই দিয়াশলাই ধরান যাবে।” অতঃপর মনের ভাবটা ইঙ্গিতে প্রকাশ করিয়৷ দিদিকে বলিলাম, “চল ন ডাই, দিদি, একবার একটু ঘুরে আশা ষাকৃ।” দিদি বলিলেম, “তা মশায় ?” আমি বলিলাম, "জামাই বাবু রয়েছেন কি করতে ? উনি বসে খিচুড়ীর ছাড়িতে কাঠি দিন । তুমি এস, ভাই, বেড়াতে ।” ভগিনীপতি একটা কাষ্ঠদও আমার দিকে উঠাইয়। বলিলেন, “বটে, খাওয়াচ্ছি তোমাকে ভাল ক’রে । একবায় এ দিকে এস ত * অামি হাসিয়া পলাইলাম । তাহার রান্না-বাপ্পা লইয়া রছিলেন, আমি খুরিয়া অল্প একটু উপরে উঠিয়া ঝরণার পাশের একখান পাতরের উপর বসিলাম। এই ক্ষুদ্র পাহাড়ে বনানীর কি শোভা । দুই দিকে লম্বা লম্ব তরুশ্রেণী কোথাও অবিচ্ছিন্নতাবে মিলিয়া-মিশিয়া, কোথাও বিচ্ছিন্নভাবে বন-প্রহরীর স্তায় নীল আকাশের অঙ্গে ८श्८ॉन मिब्र! मैंiफ़ॉरेंग्र क्लि । भशTठां८ठ श्रिथब्रপ্রদেশ হইতে ঝরণার জলরাশি যেন মহাদের্বের জটাজুটপ্রবাহিত গঙ্গাধারার স্থায় কোথাও বা হ’লে রাধবে কে,