পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९२७ হইয়া বসিয়া রছিলাম ; তাহার পর উঠিয়া রুদ্ধশ্বাসে পুৰ্ব্বপথ ধরিয়া বাহিরে আসিয়া পড়িলাম, এবার আর কোন বাধা পাইলাম না। উপরে উঠিয়া দেখিলাম, চারিদিক কুয়াসাচ্ছন্ন। অন্ধকারে তরুলতা প্রেতের আকারে ছলিয়া দুলিয়া উঠিতেছে। আমি নীরব স্তব্ধ হইয়া ভাবিলাম-এ স্বপ্ন দেখিতেছি না কি ? বেশীক্ষণ "স্বপ্নের মধ্যে থাকিতে হইল না--আবার জাগরণরাজ্যমধ্যে প্রবেশ করি লাম। মহুষ্যকণ্ঠস্বর—বনপ্রদেশ হইতে উঠিয়া আমার নিকটবৰ্ত্তা হইতে লাগিল, মনে হইল যেন, ডুলীবাহকদিগের চাপ মুম্বকণ্ঠ ! ক্রমশঃ একথান ডুৰী বহন করিয়া চারিজন বাহক আমায় কাছাকাছি আদিয়া পড়িল। ডুলীস্থিত রমণী, অমুচ্চ কাতর কণ্ঠে বলিরা উঠিল—“ম গো !" বুঝিলাম, ইহাকে বন্দী করিয়া লইয়! যাইতেছে । আমি সহসা একট। অসীম বলে বলীয়ান হইয়া উঠিলাম। আসিবার সময় তড়িাতাড়িতে ছোরাথন ফেলিয়া অtসিয়াছিলাম। সেই স্থানে মনুষ্যকণ্ঠ শুনিবামাত্র আত্মরক্ষার জন্য একটা শাখা ভাঙ্গিয়া হাতে লইলাম এব" সেই শাখা ঘুরাইতে ঘুরাইতে ভীষণ স্বরে বলিলাম, "ডুলী এইখানে রাখ, " ভীত ও আশ্চৰ্য্য ভাবে মুহূৰ্ত্তমধ্যে ডুণীখানা মাটীতে ফেলিয়া বাহকরা পলtয়ন করিল। বtঙ্গ কদের সঙ্গের দুই জন লোক আমাকে দেখিবামাত্রই নিকদেশ তুষ্টয়াছিল । প্রতিপদেশ চfদ পাহাড়ের আড়াল হইতে উৰ্দ্ধদেশে উঠিয়া তাঙ্গর সমস্ত আলো রমণীর মুখে ঢালিয়া দিল । কে এ ভুবনমোহিনী প্রতিমা ! কোন স্বৰ্গরাজ্য হইতে হঠাৎ মর্ত্যে নামিয়া আসিল ? আমার বিস্ময়-মোহ না ভাঙ্গিতেই রমণী আবার অৰ্দ্ধস্ফুট কণ্ঠে বলিয়া উঠিল—“মা গে৷ ” কথার স্বরে মনে হইল, তাহার পূর্ণ সচেতন অবস্থা নহে, যেন একটা নেশার ঘোরে সে আচ্ছন্ন। আমি কি করিয়া তাহার চেতনাসঞ্চার করিব, তাহ। বুঝিতে পারিলাম না। উড়ানিখান খুজিতে গিয়৷ দেখিলাম, তাহীও গুহার মধ্যে ফেলিয়া আসিয়াছি । এই সময় মগরা তাহার ওঝার সহিত আসিয়া शंछिब्र श्ण । श्रांभि ७रुहूँ जांचख हहेলাম। আসিয়াই ইহাকে দেখিয়া মগর সবিস্ময়ে বলিল, "এ কি, বাবুজী ? একে কোথায় পেলে r" স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী আমি । ৰেখান থেকেই পাই, এখন একে নিয়ে চল। মগরণ । কোথায় গো ? আমি । কোথায় আবার-বাড়ীতে । মগরী । এ দেখছি, কবলীদের জিনিষ। আমর। নিয়ে যাব কি, বাবুজী 7 জানলে আর সুক্ষে রাখবে না । ङ्गिौ অামি । shi -- আমার কথা গ্রাহ না করিয়া সে বালিকাকে নিরীক্ষণ করিয়৷ বলিল, "নেশা ধরিয়েছে। নাক দিকে ধে tয়া দিয়েছে।” ওঝা তখন কি মন্ত্র পড়িয় তাহীর মুখে ফু দিতে আরম্ভ করিল। আশ্চৰ্য্য। রমণী যেন চমকি নিদ্রা হইতে জাগরিত হইল ; চারিদিকে চাহিয়া ভয়ে বিস্ময়ে বলিল, “কোথায় নিয়ে এলে অামাকে ৷” আমি বলিলাম, “ভস্থ নেই, তোমাকে বাড়ী নিয়ে যাচ্ছি। উঠা মগরা, দুই জনে বঁাশ ঘর, শীগগির শীগগির চল ।” মগরা বলিল, “সেই ভাল । বাড়ী গিয়েই ঝাড়ফুক হবে । কেউ হঠাৎ যদি এসে পড়ে ।” বলিয়া ভয়ে ভয়ে সে চারিদিকে চাহিয়া দেখিল । সে ডুলীর এক পাশ ধরিয়া পরে ওঝাকে অল্প দিকের বঁiশগান ধরিতে অনুরোধ কৰিল । যদিও রমণী তম্বঙ্গী বালিকা—নিতান্ত লঘুভার ; আমার মনে হইতেছিল, আমি একলাই ইহাকে কোলে তুলিয়া লইয়। যাইতে পারি, কিন্তু ডুলী উঠাইয়াই মগর গন্‌ গন করিয়া বলিয়া উঠিল, “আপনি ত হুকুম দিলে, শীগগির চল-চলি কি ক'রে, পথটা ত কম নয়।” আমি বলিলাম, "আমিও কাঁধ দিচ্ছি, চল ७थन ।” श्रृं८५ब्र भtश्वा षांभिग्नां शंभिग्नां भ*ब्रां বলিল, “কি করলে, বাৰুজী ! এ ষে কবলার জিনিষ, ভূতের খান।। সইবে না—তোমাকে গো সইবে না।” o, সে ভাবনা তোর নেই। ~) আমাদের ঘরে অসির সেবা-যত্বে বালিকা যখন কথঞ্চিৎ স্বস্থ হইয়া উঠিল, তখন তাহার মুখে শুনিলাম, তাহারা মাতা-পুত্রীতে কিছু দিন হইতে