পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন-রাত্রি করিয়া করে, সে তাহার কিছুই জানে না। দ্বিতীয়ত: ধনপতি সিং তাহার পরম বন্ধু—তাহার ধন স্বহস্তে লুঠপাট করিবে দে ক করিয়া ? BBS SBESEEEKK BK 0SKSS 0 SS BB BB করিল, কিন্তু ইহার পরিণাম ? বিজনের মন বার বা এ করিয়া ধ লতে লাগিল, ইহার প;রণাম গুলি হুইবে না ; দেশের পক্ষেও নছে—তাহার নিজের পক্ষেও নহে। কার্যাক্ষেত্রে জয়লাভ করিলে ৪—এ ঘটনা—এ চক্রান্ত কোন না কোন দিন প্রকাশ ইইবেই—অণর তখন একাকী ত এ কার্য্যের শাস্ত সে ভোগ করিবে না । তাহার পাপে পিতা-মা ৩াও বজ্ৰদণ্ডে আহত হইবেন । এইরূপ দুশ্চিন্তাজর্জরিত চিত্তে সে যখন জঙ্গল পার হইয়া মাঠের পথ ধরিল—তখন বেলা যেন সহস। নিভিৰ গেগ, দিবসের শেষ রশ্মিটুকু গাছের মাথায় থেলিতে খেলিতে শ্রান্ত ছেলের স্তায় নদীর পারে সহসা ঢালিয়া পড়িল । বিজন রায় হাতের বন্দুকটার । উপর ভর দিয়া আকাশের দিকে চাহিয়৷ একবার স্থির হইয়া দাড়া চল,----সহসা পিছন হইr ত কে ব'লয়। êfăs, “o¥ood cvcning Sir !” figa bxf*āi ফিরিয়া দাড়াইয়া দেখল,—পুলসসাহেব । হঠাৎ তাছার গয়ে কাটা দিয়া উঠিল, কিন্তু পুলিস তাহ৷র চেন লোক, ভয় পাইবার ত কোন কারণ নাই । অবিলম্বে আপনাকে সমিলাইয়া লইয়। হস্তমুখেই সে afro, “Good evening Sir," "ison 44 & ইতস্তত: কfরয় বলল,—“মাপ করূপেন, আপনার efs ersta astē unpleasnt duty stics i হাতের বন্দুকটা যদি অনুগ্রহ ক'বে আমাকে দেন ।” বিজন সবিস্মথে কহিল, “আপনি কি আমাকে চিনতে পাছেন না ? জানেন না কি, আমরা লাইসেন্সধারা ?” উত্তর গুইল,— ‘জানি । কিন্তু আপন অভিযুক্ত ” “আমি অভিযুক্ত ? আপনি ভুল করেছেন,— অামায় পিতা বিষাদপুরের ”

  • আজ্ঞে হা, আপনার পিতা স্বয়ং এখানে উপস্থিত আছেন, তার নির্দেশমতই আপনাকে ধরতে এসেছি ; ভার কাছেই নিয়ে যাব ।”

দারুণ অভিমানে, ক্রোধে বিজন রায়ের সর্বাঙ্গ কঁাপিয়া উঠিল,—পিতা জ্ঞানশূন্ত হইয় তাহাকে ধরাইয়া দিলেন । বিনা বাক্যব্যয়ে সে তখন পুলিসসাহেবের সহবন্তী হইল। <--سsi v96k পঞ্চবিংশ পরিচ্ছেদ ধৰ্ম্মের কল বাতাসে নড়ে । বিদ্রোহী দলের অনুসন্ধান-অ}ভ প্লায়েই পুলিসসাহেবকে সঙ্গে লইয়া মঞ্চ- রাণ ৩থম এ দিকে আসয়াছিলেন । কপালজোরে জঙ্গল সীমানার কাছাকাছি রাণের উপর খেলি সেটান গাড়ী পৌছিবামাত্র তিনি দেখিতে পাইলেন, কে এক জন বন্দুক লইয়া জঙ্গল হইতে মাঠের উপর অসিস্থা দ। ড্রাইল । কমাল আসামী গ্রেপ্তারের আশায় তিনি উৎফুল্ল হইয়া উঠিলেন । রায় বাহাদুব fববাদপুরের এক জন অনারারি ম্যাজিষ্ট্রেট ; পুলিসকে হুকুম দিবার তাহার অধিকার আছে ; তাহার অভিায় পুলিসসাহেব বিজন রায়কে নিকটে আনিয়া হাজির করিল । বিজনকে দেখিয়া চক্ষু স্থি ! এ fক সৰ্ব্বনাশ ! কাহাকে ধরাইতে গিয়া এ কাগকে ধরাইয়া দিলেন । তিনি একটুখানি দম লষ্টয়া কম্পিত শুষ্ককণ্ঠে বলিয়া উঠিলেম— “তুষ্ট যে এথানে ?” মনে করিয়াছিলেন, উত্তরে সে কৈফিয়ৎস্বরূপ বলিবে, বেড়াতে এসেছিলুম--ব পাখী শীকারে এসেছিলুম— এই রকম একটা কিছু সাফাই বাক্য। কিন্তু যে ভাপের বশবৰ্ত্তী হইয় লোক অসঙ্কোচে খুন, আত্মহত্যা প্রভৃতি মহাকাগু করিয়া বসে, সেই ভাবের আবেগে, বিজনের মন তখন হিতাহিতজ্ঞানশূণ্ঠ বিকারগ্রস্ত । আর সমস্ত ভাবনা, চিন্তাকে চাপ। দয়। কেবল প্রতিশোধস্পৃহা—পিতাকে জবা করি বি ইচ্ছ। তাহার মনকে ঘ ন অধিকার করিয়া বসিয়াছে ; মঞ্জন রায়ের প্রশ্নের উত্তরে সে নিম্পরোয়া ভাবে সাফ জবাব দিলে— “ এসেছিলুম—-পরামর্শসভায় ।” মুঞ্জন রায়ের মাথা ঘুরিয়া উঠিল--তিনি কম্পি শুকণ্ঠে বললেন, “কি বল ছদ তুই ?” উত্তর হইল—“ঠিক কথাই বল্‌ছ !” স্বজনের আর কোন কথা যোগাইল না—পুলিসসাহেব একটু ইনসিয়া বলিল-“কিসের পরামর্শসভা ? ডাকাতীর পরামর্শ না কি ? বনজঙ্গল ত ডাকাতদেরই অ1ডড ।” বিজন বলিল—“আপনি কি মনে করেন, সে কাজ আমাদের পক্ষে এমনি অসম্ভব ?” “মোটেই তা মনে করিনে, আজকাল ভদ্রলোক ডাকাতদের জালায় অস্থির হয়ে উঠেছি আমরা । আপনি তা হ’লে এক জন বিদ্রোহী ?” বিজন গম্ভীরভাবে বলিল—“নিশ্চয়ই । চিরদিন