পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম বল্পী। কি ?--তার কাছে ওসব একেবারে অর্থশূন্য! জীবের উপকারের জন্য তিনি যথা ইচ্ছা জন্মাতে পারেন। ব্লিশেষতঃ বে দেশে বিদ্যা ও অর্থ উভয়ই আছে, সেখানে না জন্মালে এই প্ৰকাণ্ড গ্ৰন্থ ছাপাবার খরচই বা কোথায় পেতেন ? &fi'i f ?-East índia Company { & &fsoi কোম্পানি ) এই ঋগ্বেদ ছাপান্তে নয়লক্ষ টাকা নগদ দিয়েছিল । তাতেও কুলোয় নি। এদেশের ( ভারতের ) শত শত বৈদিক পণ্ডিতকে মাসোহারা দিয়ে এ কাৰ্য্যে নিযুক্ত করা হয়েছিল। বিদ্যা ও জ্ঞানের জন্য এইরূপ বিপুল অর্থব্যয়, এইরূপ, প্রবল জ্ঞানতৃষ্ণা এ দেশে এ যুগে কেউ কি কখনও দেখেছে ? Alaximuller ( মোক্ষমূলর) নিজেই ভূমিকায় লিখেছেন যে, তিনি ২৫ বৎসর কাল কেবল manuscript ( হস্তলিপি ) লিখেছেন ; তার পর ছাপতে ২০ বৎসর লেগেছে! ৪৫ বৎসর একখানা বই নিয়ে এইরূপ লেগে পড়ে থাকা সামান্য মানুষের কাৰ্য্য নয়। ইহাতেই বোঝা ; সাধে কি আর বলি, তিনি সায়ন । মোক্ষমূলর সম্বন্ধে ঐ রূপ কথাবাৰ্ত্তা চলিবার পর আবার গ্ৰন্থপাঠ চলিতে লাগিল । এইবার, বেদকে অবলম্বন করিয়াই সৃষ্টির বিকাশ হইয়াছে—সায়নের এই মত স্বামিজী সৰ্ব্বথা সমর্থন করিতে লাগিলেন। বলিলেন- “বেদ” মানো-অনাদি সত্যের সমষ্টি; বেদপারগ ঋষিগণ ঐ সকল সত্য প্ৰত্যক্ষ করেছিলেন ; ) অতীন্দ্ৰিয়দৰ্শী ভিন্ন, আমাদের মত সাধারণ লোকের দৃষ্টিতে সে সকল প্রত্যক্ষ হয় না ; তাই বেদে ঋষি শব্দের অর্থ মন্ত্রার্থদ্রষ্টা ;