পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r স্বামি-শিষ্য, সংবাদ যান। তার পর পূর্ব পূৰ্ব্ব কল্পের নানা বিশেষ বিশেষ শব্দ যথা ভূঃ, ভূবঃ, স্বঃ, বা গো, মানব, ঘাট, পট ইত্যাদি ঐ ‘ও’কার থেকে বেরুতে থাকে। সিদ্ধসঙ্কল্প ব্ৰহ্মে ঐ ঐ শব্দ ক্রমে এক একটা করে হবামাত্র ঐ ঐ জিনিসগুলো অমনি তখনি বেরিয়ে ক্ৰমে বিচিত্র জগতের বিকাশ হয়ে পড়ে। এইবার বুঝলি-শব্দ কিরূপে স্বাক্টর মূল ? শিষ্য। হাঁ, এক প্রকার বুঝিলাম বটে। কিন্তু ঠিক ঠিক ধারণা găCSC si i স্বামিজী। ধারণা হওয়া-প্রত্যক্ষ অনুভব করাটা কি সোজা রে। বাপ ? মন যখন ব্ৰহ্মাবগাহী হতে থাকে, তখন একটার পর একটা করে এই সব অবস্থার ভিতর দিয়ে গিয়ে, শেযে নির্বিকল্পে উপস্থিত হয়। সমাধিমুখে প্ৰথম বুঝা যায়জুগৎটা শব্দময়, তার পর গভীর “ওঁ’কার ধ্বনিতে সব মিলিয়ে যায়।--তার পর তাপ্ত শুনা যায় না।--তাও আছে DB DBS BDBBu BB DS DD DBD DDD D S তার পর প্রত্যক্-ব্রিহ্মে মন মিলিয়ে যায়। বস-সব চুপ ! স্বামিজীর কথায় শিষ্যের পরিষ্কার বােধ হইতে লাগিল, স্বামিজী ঐ সকল অবস্থার ভিতর দিয়া অনেকবার স্বয়ংঃ সমাধিভূমিতে গমনাগমন করিয়াছেন,-নতুবা এমন বিশদভাবে এ DDB BK BDB BgBDS BBDB BB DDDD DDD শুনিতে ও ভাবিতে লাগিল-নিজের দেখা শুনা জিনিষ না হইলে কখনও কেহ এরূপে বলিতে বুঝাইতে পারে না । স্বামিজী আবায় বুলিতে লাগিলেন-“অবতারকল্প মহাপুরুষেরা 7y