পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । মায়ার জগতে কি কতগুলো ছাই ভস্ম কথা তুলিয়া স্বামিজীর মন খারাপ করিয়া দিলেন। গিরিশবাবু। জগতে এই দুঃখ কষ্ট, আর উনি সে দিকে একবার না চেয়ে চুপ করে বসে কেবল বেদ পড়ছেন! রেখে rদ তোর বেদ বেদান্ত শিষ্য। আপনি কেবল হৃদয়ের ভাষা শুনিতেই ভালবাসেন; নিজে BDDBBDD DD DS S SiB BD BB DDS DBDBBD DBB জগৎ ভূল হইয়া যায়, তাহাতে আপনার আদর দেখিতে পাই না। নতুবা এমন করিয়া আজ রসভঙ্গ করিতেন না। গিরিশবাবু। বলি জ্ঞান আর প্রেমের পৃথকত্বটা কোথায় আমায় বুঝিয়ে দে দেখি। এই দ্ব্যাখ না, তোর গুরু (স্বামিজী ) বেমন পণ্ডিত তেমনি প্রেমিক। তোর বেদও বলছে না। “সৎ-চিৎ-আনন্দ” তিনটে একই জিনিস? এই দ্যাখ না ? স্বামিজী অত পাণ্ডিত্য প্রকাশ করছিলেন, কিন্তু যাই জগতের দুঃখের কথা শোনা ও মনে পড়া, অমনি জীবের দুঃখে কঁদিতে লাগলেন। জ্ঞান আর প্ৰেমে যদি বেদবেদান্ত বিভিন্নতা প্রমাণ করে থাকেন ত অমন বেদ বেদান্ত ख्षांशांव्र ग्रांशांश थांडून । শিষ্য নিৰ্বাক হইয়া ভাবিতে লাগিল, “সত্যই ত গিরিশবাবুর সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী।” ইতিমধ্যে স্বামিজী আবার ফিরিয়া আসিলেন এবং শিষ্যকে সম্বোধন করিয়া বলিলেন,-“কিরে তোদের কি কথা হচিল ?” শিষ্য বলিল,-“এই সব বেদের কথাই হুইতেছিল। ইনি এ সকল । 88